+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Monday, January 14

লজিটেক ওয়্যারলেস মিনি মাউস এম ১৮৭

04:22

Share it Please


ডিভাইসটি ক্ষুদ্র হলেও এর কার্যক্ষমতা বেশ ভালো। এই ডিভাইসটি প্রযুক্তি বাজারে অনেক আগেই পদার্পণ করেছে। হ্যাঁ আমি যে ডিভাইসটি সম্পর্কে বলছি সেটা হল লজিটেক এর মিনি মাউস এম ১৮৭। এটি আমি নিজে ব্যবহার করি। খুব ব্যবহারকারী বান্ধব ও ক্ষুদ্র। এর দাম ১২০০ টাকা। যা সকলের ক্রয় ক্ষমতার মধ্যে।
Logitech-Mini-Mouse-M187-9.jpg
Fig:1- Logitech Wireless Mini Mouse Intact Package
Fig 1.jpg
মাউস টি একটি ন্যানো-রিসিভার এর মাধ্যমে ডেস্কটপ ও ল্যাপটপ এর সাথে সংযোগ রক্ষা করে।
hh.jpg
মাউস টি এতোই ছোট যে সহজে হাতের মধ্যে রাখা যায়। এবং বহনযোগ্য
5870logitech_wireless_mouse_m187_art_2.jpg
Fig:2-Back compartment of Mini Mouse
মাউস টি একটি "এএএ" সাইজের ব্যাটারি থেকে পাওয়ার পায়। ব্যাটারিটি অত্যন্ত শক্তিশালী।
মাউস টিতে ব্যবহার করা হয়েছে অদৃশ্য অপ্টিক অর্থাৎ সাধারন অপ্টিকাল মাউস এর মত এতে লেজার ব্যবহার করা হয়নি। এর ফলে মাউসে অনেক ব্যাটারি সঞ্চয় হয়। ব্যাটারি টি মূলত ১ বছর যাবে, বাকিটা ব্যবহারের উপর নির্ভর করবে। মাউসটির পেছনে একটি জায়গা আছে যেখানে ব্যাটারি থাকে এবং এর পাশে একটি ফাঁকা স্থানে ন্যানো-রিসিভারটি সুরক্ষিত রাখা যায়।
M187-mouse.jpg
Fig:3- Three attractive color.
মাউসটির ৩টি আকর্ষণীয় রঙ আছে। এই ৩টি রঙ শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। অন্য দেশে অন্য রঙ পাওয়া যেতে পারে।
gz108042_Logitech_Wireless_Mini_Mouse_M187_White_AP.jpg
মাউস টির সাথে এ যা যা আছে-
> মাউস
> ন্যানো রিসিভার
> ১ এএএ ব্যাটারি (pre-installed)
> ব্যবহার বিধী
লজিটেক এই মাউসের সাথে ৩ বছরের ওয়ারেন্টি দিয়েছে। আমার দৃষ্টিকোণ হতে এই লজিটেক এর ওয়্যারলেস মিনি মাউস সবচেয়ে সুন্দর কম্পিউটার গ্যাজেট। আশা করি এই ডিভাইসটি আপনাদেরও ভালো লাগবে।

0 comments:

Post a Comment

Blog Archive

Followers

PaidVerts