অবশেষে গুজবের সত্যতা জানান দিয়ে ‘ওয়ান্ট’ বাটন চালু করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের ওয়বসাইট ফেইসবুক। ‘ওয়ান্ট’ শব্দের বাংলা অর্থ ‘চাওয়া’.. ফেইসবুকে কোন কিছু পছন্দ হলে এতদিন ‘লাইক’ করা যেত। একইভাবে কোন পণ্য এখন মনে ধরলে তা চাওয়ার সুবিধা থাকছে। বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে ‘ওয়ান্ট’ বাটন চালুর কথা জানিয়েছে। চলতি বছরের জুন মাসে ফেইসবুক ডেভেলপার টম ওয়াডিংটন ফেইসবুকের কোড ঘেঁটে তথ্য বের করেছিলেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক ওয়ান্ট নামের নতুন একটি বাটন যুক্ত করতে পারে।
৮ অক্টোবর সাতটি রিটেইলার প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে ওয়ান্ট, কালেক্ট বাটনগুলো পরীক্ষামূলক চালু করার তথ্য জানিয়েছে ফেইসবুক। এ প্রসঙ্গে ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ফেইসবুকে ফটো অ্যালবামের মাধ্যমে পণ্যের তথ্য শেয়ার করা হয়। এখন থেকে ছোট পরিসরে ‘কালেকশনস’ নামের একটি ফিচারের মাধ্যমে পণ্যের তথ্য শেয়ার করার সুবিধা থাকবে। ফেইসবুক ব্যবহারকারীরা নিউজ ফিডে কালেকশনস দেখতে এবং তা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। কালেকশনস থেকে ওয়ান্ট বাটনের মাধ্যমে পণ্যের প্রতি তাদের আগ্রহ দেখাতে বা ফেইসবুক থেকে আগ্রহী পণ্যটি কিনতেও পারবেন।
তবে ফেইসবুকের মাধ্যমে অনলাইন রিটেইলারদের পণ্য কিনলেও ফেইসবুক কোনো চার্জ নেবে না। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, ওয়ান্ট বাটনটি বিজ্ঞাপনের মতোই ফেইসবুকের ব্যবসা বাড়াতে সাহায্য করবে এবং বিভিন্ন পণ্যের ভোক্তা বাড়াবে। এই বাটনের ফলে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে ফেইসবুকে ঘাঁটি গাড়তে চাইবে বিভিন্ন পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান।
0 comments:
Post a Comment