+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Wednesday, January 9

Nokia Pc Suite দিয়ে মোবাইল থেকে পিসি’তে নেট চালান দ্বিগুণ গতিতে !!!

03:31

Share it Please

নোকিয়া মোবাইলকে মডেম হিসেবে ব্যবহার করলে অনেক সময় স্পিড কমে যায়। এক্ষেত্রে কিছু সেটিংস চেঞ্জ করে গতি প্রায় দ্বিগুন করে নিতে পারেন। 
                      
প্রথমে Nokia Pc Suite দিয়ে কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট করে নিন। তারপর ‘Connect To The Internet’ বাটনে ক্লিক করে ইন্টারনেটে যুক্ত হয়ে নিন। কানেক্টেড হয়ে গেলে Disconnect বাটনে ক্লিক করে ডিসকানেক্টেড হয়ে যান। তারপর Start Menuথেকে Run এ গিয়ে টাইপ করুন ncpa.cpl এবং Enter চাপুন। এখন যে পেজটা আসবে সেখানে ‘Device Model Name’ USB Modem#1 [যেমনঃ Nokia 6120c USB Modem#1] লেখা থাকবে। এর উপর Right Mouse ক্লিক করেPropertise এ ঢুকে Configure থেকে Maximum Speed (BPS) -এর পাশের বক্স থেকে ক্লিক করে 92160 ভ্যালু দিতে হবে। এবার Ok করে বেরিয়ে আসুন। এবার সেই Nokia 6120c USB Modem#1 লেখাটার উপর ডাবল ক্লিক করে Dial এ ক্লিক করে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যাবে। এরপর থেকে আপনাকে আর Nokia Pc Suite ব্যবহার করতে হবে না। শুধু Run থেকে ncpa.cpl টাইপ করে Enter চেপে অথবা Control Panel থেকে Network Connection -এ ক্লিক করে Nokia 6120c USB Modem#1 -এ ডাবল ক্লিক করে Dial করলেই আগের তুলনায় অনেক দ্রুত ইন্টারনেট ব্যবহার করা যাবে।
বিঃ দ্রঃ তবে আপনি যদি আবার Nokia Pc Suite ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হন, তখন আপনার এই সেটিংস বাদ হয়ে যাবে এবং তা আবার করতে হবে।

ডাউনলোড করুন nokia suite 3.6.36

0 comments:

Post a Comment

Blog Archive

Followers

PaidVerts