হার্ডডিস্কের আয়তন আমরা জানি সীমাবদ্ধ, কিন্তু আমাদের অজান্তেই অনেক ফাইল যা ডুপ্লিকেট হয়ে সেই হার্ডডিস্কের অনেক জায়গা নিচ্ছে। অনেক সময় এক এক করে খুঁজে বের করতেও সময় লেগে যায়, আবার অনেকেই উইন্ডোজ সার্চ অপশন ব্যাবহার করে মুছে ফেলেন সেই ফাইলগুলো। কিন্তু, ধরুন কোন ফাইল একেক নামে একেক ফোল্ডারে/পার্টিশনে রয়েছে। তখন, একটু সময় সাপেক্ষ হয়ে দাড়ায় এই ফাইলগুলো মুছে ফেলতে।
আজ আপনাদের সাথে শেয়ার করব, একটি ছোট সফটওয়্যার যা আপনাদের এই সমস্যার সমাধান দিবে। এমনকি, ফাইল অন্য নামে থাকলেও তা বাইট-বাই-বাইট তুলনা করে আপনার কাছে তুলে ধরবে। এমনকি, ডুপ্লিকেট ছবি পিক্সেল অনুযায়ী খুঁজে বের করতে সাহায্য করবে
এন্টি-টুইন নামের এই সফটওয়্যারটির সাইজ মাত্র ০.৯ মেগাবাইট এবং প্রাইভেট ব্যাবহারকারীদের জন্য ফ্রী
আজ আপনাদের সাথে শেয়ার করব, একটি ছোট সফটওয়্যার যা আপনাদের এই সমস্যার সমাধান দিবে। এমনকি, ফাইল অন্য নামে থাকলেও তা বাইট-বাই-বাইট তুলনা করে আপনার কাছে তুলে ধরবে। এমনকি, ডুপ্লিকেট ছবি পিক্সেল অনুযায়ী খুঁজে বের করতে সাহায্য করবে
এন্টি-টুইন নামের এই সফটওয়্যারটির সাইজ মাত্র ০.৯ মেগাবাইট এবং প্রাইভেট ব্যাবহারকারীদের জন্য ফ্রী
antitwin
এই সফটওয়্যার দিয়ে কাজ করবেন ৪টি ভাগেঃ
১. ফোল্ডার সিলেকশন
২. কম্পেয়ার করা
৩. কোন কোন ফাইল একই রকম?
৪. ফাইলগুলো ডিলেট করার অপশন।
0 comments:
Post a Comment