আপনার কম্পিউটার এ আপনার আজানতেই আপনার গোপনীয় ফাইল বা ফোল্ডার নামে সার্চ করল আর পেয়ে গেল তখন আপনার মেজাজ খারাপ হবে খালি মেজাজ খারাপ
হবে না যখন আপনার ছোট ভাই সার্চ করবে তখন বুজবেন মজাটাতখন এই মুখ নিয়া কই যাইবেন তাই আপনার আগে আপনার ফোল্ডার বা ফাইল এর Security দেন তাইলেই কাজ হবে । Password দিলে সকলে সন্দেহ করে তাই Passowrd দেয়ার দরকার কি তাই আপনি আপনার গোপন ফোল্ডার বা ফাইল এ নাম দিবেন না । তাহলে আর যতই সার্চ করুক আপনার ফোল্ডার বা ফাইল আর পাবে না কেও । কাজটি খুবই সহজ প্রথমে একটা ফোল্ডার তৈরি করুন । এরপর যে ফোল্ডার বা ফাইল নাম ছাড়া করবেন তার ওপর Right ক্লিক করুন এরপর Rename এ ক্লিক করুন।কীবোর্ড এর ALT বাটন চেপে রেখে ০১৬০ চাপুন । এরপর Enter বাটন চাপুন দেখুন ফোল্ডার বা ফাইল টা নামবিহীন হয়ে গেছে । এখন আর কোন ভাবেই আপনার ফোল্ডার বা ফাইল কেও সার্চ করে খুজে পাবে না । এরপর ফোল্ডারটা C Drive এর কোন একটা ভিতরের ফোল্ডার এ লুকিয়ে রাখেন কারন C Drive এ কেও সহজে যায় না । এরপর ফোল্ডার টা Hidden করে ফেলেন তাহলেই কেল্লাফতে ।
0 comments:
Post a Comment