যে কোন ধরনের লোগো তৈরি করুন নিজের ইচ্ছামতো
বিভিন্ন কাজের তাদিগে লোগো ডিজাইন বা লোগো একসেপ্ট করবার তরকার হয়। কিন্তু নিজেরা অনেকেই ভাবতে পারিনা কিসের মধ্য কি করব? কারন, লোগো তৈরি করবার ইচ্ছা থাকলেও অনেকে না জানার কারনে তৈরি করতে পারেন না। এডোব ফটোশপ, ইলাষ্ট্রেটর ও কোরেল ড্রর সাহায্য খৃবই সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়। বিন্তু এখানে ভালভাবে জানতে হয় অআবার অনেকে এই সকল প্রোগ্রাম চালানোর নিয়ম জানেন না। তবে দু:চিন্তার কোন কারন নাই। যারা একটু হলেও ঘোলে সাধ মিটাতে চান তারা এমন একটি ইউটিলিটি দ্বারা সহজেই লোগো অংকণ করতে পারবেন।
নাম: Aaa Logo Creator.
কি কারনে এটি সেরা-
- ১। এর সাহায্য যে কোন লোগোকে অংকণ বা এডিট করতে পারবেন। তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন নাই।
- ২। প্রায় ১০০ এর বেশী টেমপ্লেট রয়ছে ফলে যে কোনটি নি্র্বাচন করতে পারেন।
- ৩। ১০০০ এর বেশী সিম্বল হতে যে কোনটি বাছাই করতে পারবেন।
- ৪। এবং অআরো নানান সুবিধা তো অআছেই। মূল কথা নিজে ব্যবহার করলেই বুঝতে পারবেন।
- Aaa Logo Creator ব্যবহার করতে চাইলে আপনি ডাউনলোড লিংক হতে এটি নামিয়ে নিন।
121
0 comments:
Post a Comment