সমগ্র ইন্টারনেট-এ আমরা যে সকল ওয়েবসাইট ব্যাবহার করি, তার বেশির ভাগেই বিজ্ঞাপনের বহর চোখে পড়ে। কিছু ওয়েবসাইট-এ বিজ্ঞাপন কম থাকলেও কিছু ওয়েবসাইটে এত বেশি থাকে যা বিরক্তি সৃষ্টি করে।
তাই এই Chrome extension, যা আপনি যে ওয়েবসাইট খুলবেন তার থেকে সমস্ত অ্যাড রিমুভ করবে, ফলে আপনার খরচও কমবে আবার স্পীডও একটু বাড়বে।
Screenshot গুলো দেখুন——-
ব্যাবহারের আগের চিত্র:-
ব্যাবহারের পরের চিত্র:-
আশা করি বুঝতে পেরেছেন এটা কতটা কার্যকারী extension। শুধু mediafire-ই নয়, অন্যান্য সাইট এমন কি youtube-এও বিরক্ত করতে আসা অ্যাডও ব্লক হয়ে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, যদি এমন কোন পেজ পান যার অ্যাড এই extension টি রিমুভ করতে পারেনি, তাহলে আপনি ঐ অ্যাড কে manually block করতে পারবেন। এর জন্য আপনাকে ঐ অ্যাডটির ওপর Right Click করতে হবে, এরপর AdBlock->Block this ad এই path টি follow করতে হবে। অতঃপর একটি window খুলবে যেখানে আপনি কোন লেভেলে ব্লক করতে চান তা নির্বাচন করতে হবে। তারপর ঐ অ্যাড আর কখনও আসবে না।
0 comments:
Post a Comment