► পিঁপড়ারা ট্যালকম পাউডার পছন্দ করে না!!! জীবনে কখনো দেখেছেন পাউডারের পাত্রে বা পাউডারের কৌটায় পিঁপড়া উঠেছে???
► হাঙর ৪ কি.মি. দূর থেকেও এক ফোঁটা (শুধুমাত্র এক ফোঁটা!!!) রক্তের অস্তিত্ব ঠিক ঠিক শনাক্ত করতে পারে!!!
► অন্যকিছু না দেখেও শুধু... ঘোড়ার দাঁত দেখে আপনি বলে দিতে পারবেন ঘোড়াটি মেয়ে না ছেলে!!! বেশিরভাগ পুরুষ ঘোড়ার দাঁতথাকে ৪০টি এবং মেয়ে ঘোড়ার ৩৬টি!!!
► পানিতে থাকাকালীন সময়ে সাপ আমাদের কামড় দিতে পারে না!!! কামড় দিতে হলে অবশ্যই সাপকে মাটি বা কোনও শক্ত কিছুর উপরআশ্রয় নিয়ে কামড় দিতে হবে!!! অদ্ভুত!!!
► তিমি মাছের শরীর দেখে কি মনে হয় যে এই মাছ না খেয়ে থাকতে পারে??? জেনে অবাক হবেন যে, একটা নীল তিমি একটানা ৬মাস পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে!!!
► গরিলা, জিরাফ, এরা কিন্তু সাতার কাটতে পারে না!!! খুব বেশি বেকায়দায় না পড়লে গরিলা কখনো পানি পাড়ি দেয় না!!!
► একটি হাতি প্রতিদিন গড়ে ২২ কেজি (৫০ পাউন্ড) করে "ইয়ে" করে!! ইয়ে মানে ইয়ে আরকি!!! পায়** অথবা হাগু যাই বলেন!!!
► পৃথিবীতে ১৮ বছরের নিচের বয়সের ছেলেমেয়েরা মোট অপরাধের প্রায় ৫০% করে থাকে!!! অর্থাৎ, পৃথিবীতে যদি প্রতি বছর ১কোটি অপরাধ সংঘটিত হয় তবে এর মাঝে অর্ধেক, অর্থাৎ ৫০ লক্ষই করে ১৮ বছর বয়সের নিচের ছেলেমেয়েরা!!! এদের থেকে সাবধান!!! :O
► কানাডার "অটোয়া" তে রাস্তার পাশে থুথু ফেলা আইনত দণ্ডনীয়!!!
► ইন্ডিয়ানাতে শীতকালে গোছল করা নিষেধ!!!
► আপনি জানেন কি, টিভি দেখার চেয়ে ঘুমানোর সময় আপনি বেশি ক্যালোরি হারান??
আট-নয় হাজার বছর আগে ফিলিস্তিনে বিচিত্র এক কায়দায় মৃতদের সম্মান দেখানো হতো!! মৃতের দেহকবর দেওয়া হতো তার কোনোআত্মীয়ের বাড়ির মেঝের নিচে!! সেখানে অবশ্য পুরো দেহটা থাকতো না!! মাথাটাকে পরিষ্কার করে সাজিয়ে রাখা হতো ঘরে!!!
► পৃথিবীতে কিন্তু সবুজ রঙের ডায়মন্ডও (হিরা) পাওয়া যায়!! কিন্তু তা এতই কম যে, বেশিরভাগেরই দেখার সৌভাগ্য জোটে না!!!
► বজ্রপাতে কারা বেশি মারা যায় জানেন?? ছেলেরা!!! মেয়েদের তুলনায় ছেলেদের বজ্রপাতে মৃত্যুহার ৭ গুন বেশি!!!
► গাজরে কোনও চর্বি নেই!!! (0% fat)
► পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা হয় কোন খেলা জানেন?? ফুটবল!!!
► প্রতিদিন একজন সুস্থ মানুষ গড়ে ৬ বার টয়লেটে যায়!!! (আহেম আহেম)
► আপনি জানেন কি, হাঙর কিভাবে শিকার ধরে?? হাঙরের কানের ক্ষমতা এতই অবিশ্বাস্য রকমের বেশি যে, এরা ছোট থেকে ছোটমাছের হৃৎপিণ্ডর "ধক ধক" শব্দ শুনতে পায়!! সেই শব্দ অনুসরণ করে তারা শিকার ধরে!!!
► প্রতি বছর ২০-৩০ টি আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়!! তবে এর বেশির ভাগই সমুদ্রের নিচে হওয়ায় রক্ষা!!!
► একটি বিশেষ হোটেলের সম্পর্কে জানাই এইবার!!! আমেরিকার ফ্লোরিডায় সমুদ্রের নিকটবর্তী এলাকায় একটা Underwater বা"পানির নিচে" হোটেল আছে!! সেখানে ঢোকার পথ কিরকম জানেন?? ঢোকার জন্য আপনাকে পানিতে ডাইভ দিতে হবে!! অর্থাৎ ডুব দিয়েসাতার কেটে সে হোটেলে ঢুকতে হয়!!!
► পৃথিবীর বেশীরভাগ মানুষের প্রিয় স্নাকস কি জানেন??? পটেটো চিপস!!! (আপনার কোনটি???)
► বিশ্বে বেশীরভাগ মানুষের পছন্দের টুথব্রাশের রঙ কি জানেন?? নীল!!! (আপনারটার রঙ কি???)
► সারা বিশ্বের মোট ৫৯% মানুষ মনে করেন তারা দেখতে মোটামুটি!!! বাকি ৪১% ধারণা, তারা দেখতে সুন্দর/সুন্দরী অথবাঅসুন্দর/অসুন্দরী!!! (আপনি কোন দলে???)
► এবার একটা মজার তথ্য, বিশেষ করে ভাইয়াদের জন্য!!! আপনি জানেন কি, মোট ৫৩% মেয়েই মেক আপ করা ছাড়া ঘর থেকেবাইরে বের হন না!!! (যত সূক্ষ্মই হোক, মেক আপ লাগানই!!!)
► প্রতিদিন পৃথিবীতে গড়ে ২০ টা ব্যাংক ডাকাতি হয়।। গড় লোটপাটের পরিমাণ ২৫০০ ইউ, এস ডলার!!
► মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০বাক্য বলেন, আন্য দিকে পুরুষরা বলে মাত্র ২০০০ বাক্য।
► ডানহাতি লোকজন বাহাতি লোকের চেয়ে গড়ে ন’বছর বেশি বাঁচে।
► জীবিতকালের মোট একটা বছর মানুষ তার হারানো জিনিস খুঁজে বেড়ায়।
► প্রতিদিন একজন সুস্থ মানুষ গড়ে ৬ বার টয়লেটে যায়!
► বিশ্বে বেশীরভাগ মানুষের পছন্দের টুথব্রাশের রঙ কি জানেন?? নীল!
► ছেলেদের চেয়ে মেয়েদের চোখের পলক দ্বিগুনহারে পরে।
► আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক।
► প্রতি বছর নীল নদের তীরে প্রায় ১০০০ মানুষ মারা যায় শুধু কুমিরের শিকার হয়ে!!
► “লোয়া” নামক স্থানে একটানা ৫ মিনিটের বেশি “কিস (চুমা)” করলে আপনি অপরাধী!! তখন পুলিশ বা আইনরক্ষায় নিয়োজিত যেকেউ আপনাকে শাস্তি দিতে পারে!!
► মিয়ামিতে (ফ্লোরিডা) যেকোনো পশুর ডাক নকল করা আইনত দণ্ডনীয়!!
► ভিক্টোরিয়াতে(অস্ট্রেলিয়া) লাইট বাল্ব বদলানোর জন্য অবশ্যই একজন সার্টিফিকেটধারী মেকানিক লাগবে!! আপনি নিজে এই কাজকরতে পারবেন না, যদি না আপনার ইলেক্ট্রনিক্সের উপর সার্টিফিকেট না থাকে!!
► আপনার যদি বুক জ্বালাপোড়া করে তাহলে চুইংগাম খান এতে বুক জ্বালাপোড়া কমে যাবে!
► গড়ে একজন মানুষ তার জীবিত কালের মোট ১২বছর টিভি দেখে কাটায়!
►কফি শরীরের মেদ কমাতে সাহায্য করে এবং এটি চা-এর চেয়ে বেশি উপকারী!
►ভারতে প্রায় ৫ কোটি বানর বাস করে!!
►বিড়াল তার গলা দিয়ে প্রায় ১০০ ধরণের আওয়াজ করতে পারে!
► প্রতিদিন বিশ্বের প্রায় ৮২০০ মানুষ এইডসে (HIV ভাইরাস) আক্রান্ত হচ্ছে!!
► বর্তমান বিশ্বে প্রায় ২ মিলিয়নেরও বেশি বাচ্চা HIV ভাইরাস নিয়ে বেঁচে আছে!!
► গত বছরে এইডসে মৃত্যুর সংখ্যা ছিল ৩০ লক্ষেরও বেশি!!
► এইডসে আক্রান্ত হবার পর মানুষ সাধারণত ১০ বছরের বেশি বাঁচে না!!
►Spain" এর অর্থ " খরগোশের দেশ "
►মহিলাদের অতি ব্যবহৃত লিপস্টিক তৈরি করার জন্য মাছের আইশ ব্যবহার করা হয় ।
►বিশ্বে প্রতিদিন যতবার I Love You বলা হয় তার চেয়ে বেশি বলা হয় I Miss You
►প্রতিদিন পৃথিবীতে গড়ে ২০ টা ব্যাংক ডাকাতি হয়।। গড় লোটপাটের পরিমাণ ২৫০০ ইউ, এস ডলার!!
►বিছা (scorpion) কে যদি আগুন দিয়ে ঘিরে ফেলা হয় তাহলে সেটি নিজেই নিজেকে হুল ফুটিয়ে আত্মহত্যা করে .
►একজন মানুষের রক্তের পরিমাণ তার মোট ওজনের ১৩ ভাগের এক ভাগ। অর্থাৎ ৬৫কেজি ওজন মানুষের রক্তের পরিমাণ হল ৫কেজি।
►কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে ।
►কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন ।চলে যাবে ।
►ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।গ্যারান্টি ।
►পেডিকিউর মেনিকিউর আপনার কাছে ঝামেলা লাগে ?আরে আমি আছি না ?আজ থেকে যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটাহাত পায়ে ঢলে নিন ।ফর্সা হবে পরিস্কার হবে
►পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ বেটে প্রলেপ দিন ।ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা ।
¤>- হাঁচি দেওয়ার সময় মানুষের হার্টবিট বন্ধ থাকে
¤>- পাইন ট্রি গাছের শিকড় ৩০ মাইল পর্যন্ত লম্বা হতে পারে।
¤>- গড়ে একজন মানুষ জীবতকালের দুইবছর ফোন করে কাটায়!
¤>- মৃত্যুর পর মানুষের কান সবুজাভ বাদামী কালার ধারন করে!
¤>- অটিস্টিক রোগীদের প্রায় ৬৫% বাহাতি!
☀কানাডাতে পাবলিক প্লেসে প্রস্রাব করা ও থুথু ফেলার জন্যে 100কানাডিয়ান টাকা জরিমানা দিতে হয়।
☀সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ। যদি কোন সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয়-রোজগার না করেন তাহলে তাকেকারাগারে বন্দি রাখার বিধান রয়েছে।
☀1800সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। আত্মহত্যার চেষ্টা করে কেউ ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড ।
☀শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রানি, শিম্পাঞ্জি এবং ডলফিন।
☀অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না ! কারণ এটা আইনবিরোধী । কিন্তু সিগারেট খেতে পারবে ! এতে কোনো বাধা নেই ।
☀ জাপান-এ কোন মহিলাকে কোন পুরুষ ডেটিং এর জন্যে একাধিকবার প্রস্থাব করলে ঐ মহিলা তা ২য় বার প্রত্যাক্ষান করা আইনতনিষিদ্ধ।
☀আমেরিকাতে আপনি আপনার বৌ-কে পিটাতে পারবেন আইনগত বৈধ ভাবে। কিন্তু সেটা প্রতি মাসে একাবেরর জন্যে।
☀1800সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। আত্মহত্যার চেষ্টা করে কেউ ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড ।
☀শিশুরা প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে দশগুণ সময় স্বপ্ন দেখে পার করে।
☀ব্রিটিশ রাজা প্রথম জেমসের জিহ্বা এতটাই বড় ছিল যে, তা মুখের ভেতর পুরোটা রাখা যেত না। এজন্য তাঁর মুখ দিয়ে সবসময় লালাঝরত। ঠিকমতো খেতেও পারতেন না !
☀ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকারী লি হার্ভি ওসওয়ালডের মৃত দেহের চিহ্নিতকরণ ট্যাগ নিলামে বিক্রি হয়েছিল3600পাউন্ডে!☀ খাবার পছন্দ না হলে কী করেন? বড় জোর রাঁধুনীকে বকে দেন। কিন্তু 15শতকের জার্মান রাজা সহজ পাত্র ছিলেন না। একদিন তাঁরখাবার পছন্দ হলো না। ক্ষেপে গিয়ে রাজপাচককে জ্যান্ত সেদ্ধ করার আদেশ দিয়ে বসলেন। সে আদেশ পালনও হয়েছিল !
0 comments:
Post a Comment