শুরুতেই জেনে নেই এপ্লিকেশনের ফিচারগুলি:
1.Mobile Anti-virus: এই এপ্লিকেশনের মাধ্যমে আপনি পাবেন এন্টি ভাইরাসের সুবিধা। স্ক্যান করে নি্মিশেই ধংশ করুন সকল ভাইরাস।
2.System Tuneup: এই পদ্ধতিতে খুব সহজেই আপনার ফোনের সকল কেচ, জাঙ্ক ফাইল ইত্যাদি রিমুভ করতে পারবেন। এতে করে আপনার ডিভাইস হয়ে উঠবে গতিময়।
3.Game Speeder:সবচেয়য়ে আকর্ষনী ফিচার হলো এটা। অধিকাংশ ইউজারের ডিভাইস পাওয়ারফুল না হওয়ায় হাই কোয়ালিটির গেমস খেলতে গেলে লাগ করে। কিন্তু এটার মাধ্যমে আপনি হাই কোয়ালিটির গেম স্মুথলি খেলতে পারবেন।
4.Battery Saver: ব্যটরি পাওয়ার কন্ট্রোলের মাধ্যমে ব্যটরি পারফরম্যান্স বারিয়ে নিন।
5.App Manager: যেকোনো এপ্স আনইনস্টল করা অথবা এসডি কার্ডে মুভ করার জন্য কাজে লাগবে।
6.Task Killer:আপনার ডিভাইসের ব্যাকরাউন্ডে চলা অপ্রয়োজনীয় এপ্স বন্ধ করতে পারবেন। এতে ব্যাটরি চার্য বেশি টিকবে এবং ডিভাইসের গতি বারবে।
7.Privacy Locker: এটার মাধ্যমে আপনার স্মর্ট ফোনকে দিতে পারেন সর্বোচ্চ নিরাপত্তা। ফাইল হাইড, লক, পাসয়ার্ড ব্যবহার ইত্যাদি এটার কাজ।
এপ্লিকেশনটির নামটা: Advanced Mobile Care. মাত্র 3.7 MB
Google play store সহ বিভিন্ন স্থান হতে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রী।
0 comments:
Post a Comment