অনেকের এখন কয়েকটা ফেসবুক একাউন্ট থাকে। কিন্তু খুব বিরক্ত লাগে যখন বার বার সাইন আউট করতে হয় বিভিন্য আইডি চেক করার জন্য, অথবা অনেক গুল ব্রাউজার ইউস করতে হয়। তাই এই সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম। এখন থেকে আপনি মজিলার ছোট একটি এড অন্স দিয়েই একাধিক ফেসবুকে লগইন করতে পারবেন খুব সহজেই।আরেকটি কথা হল যে এটি দিয়ে আপনি জিমেইল এর ও একাধিক আইডি ব্যবহার করতে পারবেন
১। এখানে ক্লিক করে তারপরে multifox এড অন্স টি আপনার মজিলাতে ইন্সটল করুন।
২। Firefox টি এখন রিস্টার্ট দিন।
৩। File এ ক্লিক করে “New Identity Profile” এর মাঝে ক্লিক করুন।
0 comments:
Post a Comment