প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটয়ারটি ডাউনলোড করে নিন।
ziddu
অথবা
মিডিয়াফায়ার
Zip ফাইলটি Extract করে নিন। এখানে তিনটি ফাইল পাবেন। এখান থেকে Smart Cam-v1-4-2 For Pc. ফাইলটি আপনার পিসিতে ইন্সটল করুন এবং অপর দুটি ফাইলের একটি (আপনার ফোনের ভার্সন অনুযায়ী) আপনার মোবাইলে ইন্সটল করুন।
সফটওয়ারটি চালানোর জন্যে আপনি আপনার মোবাইল ও কম্পিউটারের USB অথবা ব্লুটুথ ব্যাবহার করতে পারেন।
ব্লুটুথ দিয়ে কিভাবে কাজ করবেন তা দেখাচ্ছিঃ
- আপনার মোবাইলে SmartCam ওপেন করুন।
- এবার Option থেকে Setting যান।
- Connection Type থেকে Bluetooth সিলেক্ট করুন।
- Bluetooth Server থেকে আপনার কম্পিউটারের ব্লুটুথ ডিভাইসের নাম সিলেক্ট করুন।Ok চেপে বের হয়ে আসুন।
- সব শেষে এবার Option থেকে Connect চাপুন। কানেক্ট হলে আপনার পিসিতে SmartCam ওপেন করুন।
বি.দ্রঃ Symbian S60 v5 এ নাও চলতে পারে।
0 comments:
Post a Comment