1. BlueStacks App Player সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
2. ইন্সটলেশন শেষ হলে ওপেন করুন।

3. নির্দেশণা অনুসরন করুন। কিছু apps দেয়া আছে। ক্লিক করে এগুলো চালু করা যায়।

4. Android apps গুলো .apk ফরম্যাটে হয়। আপনি সার্চ দিয়ে ডাউনলোড লিংক খুঁজে নিন।
Android game's
5. ডাউনলোড হয়ে গেলে ফাইলের উপর মাউস কার্সর রেখে রাইট বাটন চেপে open with এ ক্লিক করুন।

6. ব্রাউজ করে c ড্রাইভের প্রোগ্রাম ফাইলস এ গিয়ে BlueStacks App Player সফটওয়্যারটি ইন্সটল করেছেন সেখানে গিয়ে HD-ApkHandler সিলেক্ট করুন । দেখা যাবে গেমটি ইন্সটল হওয়া শুরু হয়েছে।
7. গেম ইন্সটল শেষ হলে ডেক্সটপ বা স্টার্ট মেনু থেকে BlueStacks App Player সফটওয়্যারটি চালু করুন। ৩ নং ধাপ অনুসরন করুন, দেখবেন ইন্সটলড অ্যাপস এর তালিকায় Battleheart গেমটি এসে গেছে। ক্লিক করে খেলা শুরু করুন।
0 comments:
Post a Comment