প্রথমবারের মতো ফ্ল্যাস ব্রান্ড নামে অতি দ্রুতগতিসম্পন্ন থ্রিজি মডেম বাজারে নিয়ে এলো টেলিটক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার দুপুরে হোটেল রূপসী বাংলার মার্বেল রুমে সীমিত পরিসরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টেলিটক ফ্ল্যাস মডেমের মোড়ক উন্মোচন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান।
অনুষ্ঠানে Download and Upload Speed এর সামঞ্জস্যপূর্ণ সর্বোচ্চ 4mbps গতিসম্পন্ন Flug and play Device টির অনন্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়। সব ধরনের গ্রাহকদের প্রয়োজন দারুণভাবে মেটাতে সক্ষম হবে বলে টেলিটকের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে কয়েকজন পরীক্ষামূলক ব্যবহারকারী তাদের বিস্ময়কর অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র বিশ্বাস, কম্পিউটার সমিতির পরিচালক ফয়জুল্ল্যাহ খান এবং বেসিসের সভাপতি ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।
USIN সহ একটি Flash মোডেম এর মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা। সেই সঙ্গে Pre-paid Flash প্যাকেজে ১০ জিবি এবং post-paid Flash প্যাকেজে ১২ জিবি ডাটা ফ্রি থাকছে বলে জানানো হয়।
দাম সম্পর্কে এক প্রশ্নের জবাবে মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান বলেন, বর্তমানে বাজারে যেসব কোম্পানির মোডেম রয়েছে তাদের তুলনায় অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আমাদের মোডেমের যে দাম নির্ধারণ করা হয়েছে এর চেয়ে কমে কোনো 3G মোডেম পাওয়া যায় না।
0 comments:
Post a Comment