
সৌদি আরবে রব-উল-খালিতে প্রপ্ত ১0মিটার বা ৩১.৮০ ফুট লম্বা কঙ্কালটি পবিত্র কুরআনে বর্ণিত আদ জাতির কোনো ব্যক্তির বলে মনে করছে সে দেশের আলেম সমাজ।২০০৪ সালে বহুজাতিক জ্বালানি কোম্পানি "আরামকো" গ্যাস অনুসন্ধানেরসময় কঙ্কালটি ওই এলাকার প্রত্নতাত্ত্বিক প্রমানগুলো খোজ পায়।
জায়গাটি আবিস্কারের পরপরই সেখানে যাওয়ার উপর নিষ
েধাজ্ঞা আরোপ করলেও সম্পতি সৌদি সামরিক বাহিনী বেশ কিছু ছবি প্রকাশ করেছে।
সেই দুলর্ভ ছবিগুলো একটু দেখুন।
সৌদি আরবের আলেমদেরমতে ওই প্রান্তরে পাওয়া নমুনাগুলো আদ জাতির ধ্বংসাবশেষ।
পবিত্র কুরআনে এবং অন্যান সূত্রেবলা হয়েছে আদ জাতির লোকেরা ছিল খুবই লম্বা বিশাল ও অত্যান্ত শক্তিশালী ।
তারা এক হাতে বড় বড় বৃক্ষ উপড়েফেলতে পারত।
আধুনিক ইতিহাসে যেখানে দীঘতম মানুষটির দৈঘ্য পাওয়া যাচ্ছে ৯ ফুট(২.৭৪ মিটার)।
সেখানে প্রায় ৩২ ফুট লম্বা মানুষের কঙ্কাল পাওয়া নাশ্চিত ভাবে পবিত্র কুরআনের সত্যতার প্রমাধবাহী।
পবিত্র কুরআনের সূরা শু'আরায় এই হুদ জাতিকে নিয়ে অনেক আয়াত নাযিল হয়েছে আল্লাহ কুরআনে বলেন
__"আল্লাহ এত বিশাল আকৃতির মানুষ আরকখনো পাঠাননি "__
0 comments:
Post a Comment