+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Tuesday, January 29

আমাদের বাংলাদেশ সম্বন্ধে কিছু তথ্য............।



বাংলাদেশ বিশ্বের ৭৬তম
ধনী রাষ্ট্র।
• অন্যতম
শক্তিশালি ১০টি মুসলিম দেশের একটি।
• এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড়
সমুদ্র সৈকত(কক্সবাজার)­
• বিশ্বের
সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল
... (সুন্দরবন) এখানে।
• বিশ্বের ১১তম
দীর্ঘ সেতু(যমুনা সেতু) এদেশেই।
• জাতিসংঘ
শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য
প্রেরনকারী দেশ।
•রপ্তানিকারক দেশ
হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস
শিল্পে প্রথম।
প্রাকৃতিক সম্পদে ভরপুর এ
দেশটি ২০৫০ সালে বিশ্বের অন্যতম
১০টি ক্ষমতাধর দেশের একটিতে পরিণত
হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে ।

No comments

Monday, January 28

আপনার এন্ড্রোয়েড ফোনের জন্য মজার একটি গাড়ি গেইম......♂♂



আমার জানা মতে আপনারা অনেকেই এই Asphalt 5 HD v3.3.6 গেমসটি খেলে থাকবেন । যারা এই Asphalt 5 HD v3.3.6 গেমসটি খেলেননি তারা যদি এই গেমসটি খেলে আশা করি গেমসটি তাদের খুব ভাল লাগবে । কার রেচিং গেমস গুলোর মধ্যে এই গেমসটি  অন্যতম গেমস । 


Download 




No comments

Friday, January 25

স্যার “আলবার্ট আইনস্টাইন” এর জীবনের কিছু মজার ঘটনা



 ১. আইনস্টাইন বিশ্বখ্যাত তাঁর আপেক্ষিক তত্ত্বের জন্য। কিন্তু কে কী ভাবত তাঁর আপেক্ষিক তত্ত্ব নিয়ে? জার্মান বা ফরাসীরা? ১৯৩০-এর দশকে সরবোনে (Sorbonne) বক্তৃতা দেওয়ার সময় এ বিষয়ে বলেন, ‘যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে। আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক। কিন্তু যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয়, তবে ফ্রান্স বলবে, আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি।’

২. একবার এক অনুষ্ঠানে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, ‘আপনি একটু সহজ করে আপনার তত্ত্বটা আমাদের বোঝাবেন?’ আইনস্টাইন তখন এই গল্পটা শোনালেন। আমি একবার বন্ধুর সঙ্গে হাঁটছিলাম। বন্ধুটি ছিল অন্ধ। আমি বললাম, দুধ পানকরতে ইচ্ছা করছে। ‘দুধ?’ বন্ধুটি বলল, ‘পান করা বুঝি, কিন্তু দুধ কী জিনিস?’ ‘একটা সাদা তরল পদার্থ।’ বললাম আমি। ‘তরল আমি বুঝি, কিন্তু সাদা জিনিসটা কী?’ ‘বকের পালকের রং।’ ‘পালক আমি বুঝি, কিন্তু বক কী?’ ‘ঘাড় কুঁজো বা বাঁকানো ঘাড়ের এক পাখি।’ ‘ঘাড় সে তো বুঝি। কিন্তু এই কুঁজো কথাটার মানে কী?’ এরপর আর ধৈর্য থাকে, বলুন! আমি তার হাতটা ধরে এক ঝটকায় টানটান করলাম। বললাম, ‘এটা এখন একদম সোজা, তাই না। তারপর ধরো, কনুই বরাবর এটা ভেঙে দিলাম। এবার তোমার হাতটা যেমন আছে সেটাকেই কুঁজো বা বাঁকানো বলে, বুঝলে?’ ‘আহ্!’ অন্ধ বন্ধু বলল, ‘এবার বুঝেছি, দুধ বলতে তুমি কী বুঝিয়েছ।’

৩. একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করল, ‘গত বছর পরীক্ষায় যেসব প্রশ্ন পড়েছিল, এবারের পরীক্ষায়ও ঠিকঠিক ওই সব প্রশ্নই পড়েছে।’ ‘ঠিক বলেছ।’ আইনস্টাইন বললেন, ‘কিন্তু এ বছরের উত্তরগুলো আগেরবারের চেয়ে সম্পূর্ণ আলাদা!’

৪. আইনস্টাইনকে প্রাচীন গণিতের ইতিহাসবিদ অটো নিউগেব্যুর বলেছেন, ‘কিংবদন্তি’। কিন্তু এই কিংবদন্তি মানুষটি তুলনামূলক দেরিতে কথা বলতে শেখেন। ফলে তাঁর মা-বাবা খুব দুশ্চিন্তায় পড়ে যান। তো, একদিন রাতে খাবার টেবিলে সবাই আছেন। আইনস্টাইনও। হঠাৎ তিনি চিত্কার করে বললেন, ‘এই স্যুপটা খুবই গরম।’ উহ্, হাঁপ ছেড়ে বাঁচলেন মা-বাবা। ছেলের মুখে প্রথম বুলি শুনে তাঁরা আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, ‘এর আগে কেন তুমি কোনো কথা বলোনি?’ জবাবে আইনস্টাইন বললেন, ‘কারণ, এর আগে সবকিছু ঠিকঠাক ছিল!’

৫. মানুষ মাত্রই কি ভুল হয়? নিজের ভুলভ্রান্তি নিয়ে কী ভাবতেন আইনস্টাইন? ১৯৩৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কী কী দরকার?’ আইনস্টাইন বললেন, ‘একটা ডেস্ক, কিছু কাগজ আর একটা পেনসিল। সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন, যেখানে আমার সব ভুল করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলব!’

 ৬. অনেকের কাছে অঙ্কের সমার্থক শব্দ আতঙ্ক। তো, একবার ১৫ বছর বয়সী এক তরুণী আইনস্টাইনের কাছে সাহায্য চাইল। গণিতের ওপর বাড়ির কাজ বা হোম ওয়ার্ক সে সঠিকভাবে করতে পারছিল না। তরুণীর কাছে অঙ্ক এমনিতেই আতঙ্কের নাম। আইনস্টাইন ওই তরুণীকে বলেছিলেন,‘গণিতের সমস্যা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করো না। তোমার কাছে গণিত যতটা কঠিন, আমার কাছে গণিত তার চেয়েও কঠিন।’

৭. ১৯২১ সালে ফিলিস্তিন ভ্রমণে বেরিয়েছেন আইনস্টাইন। সেখানে ‘যুব সংঘ’ নামের এক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ২২ বছর বয়সী এক তরুণী। সমাজের নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করছিলেন আইনস্টাইন। একবার আইনস্টাইন তাঁর কাছে জানতে চাইলেন, ‘আচ্ছা, এখানে নারী-পুরুষে সম্পর্ক কেমন?’ এ প্রশ্নশুনে ওই তরুণী লজ্জায় পড়ে গেলেন। তিনি বললেন, ‘দেখুন অধ্যাপক, এখানে কিন্তু একজন পুরুষের একটিই স্ত্রী।’ একটু হেসে তাঁর হাতখানা ধরে আইনস্টাইন বললেন, ‘না, না। আমার প্রশ্নটা ওভাবে নিয়ো না। আমরা পদার্থবিজ্ঞানীরা “সম্পর্ক” কথাটা দিয়ে সহজ কিছুকে বোঝাই। আমি আসলে জানতে চেয়েছি, এখানে কতজন নারী আর কতজন পুরুষ মানুষ।’

৮. এক সহকর্মী আইনস্টাইনের কাছে একবার তাঁর টেলিফোন নম্বরটা চাইলেন। তখন আইনস্টাইন একটা টেলিফোন বই খুঁজেবের করলেন এবং সে বইতে তাঁর নম্বরটা খুঁজতে লাগলেন। তখন সহকর্মীটি বললেন,‘কী ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার?’ আইনস্টাইন বললেন, ‘না। তার দরকারই বা কী? যেটা আপনি বইতে পাবেন, সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন?’

৯. ১৯৩১ সালে চার্লি চাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে। তখন সিটি লাইটস সিনেমার স্কিনিং চলছিল চাপলিনের। তো যখন চাপলিন ও আইনস্টাইনশহরের পথ ধরে যাচ্ছিলেন, অনেক মানুষ ভিড় জমায়। চাপলিন আইনস্টাইনকে বললেন,‘সবাই আমাকে সহজেই বোঝে। এজন্যই আমার যত জনপ্রিয়তা। তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন, বলতে পারেন?’ ‘আসলে’, আইনস্টাইন বলছেন, ‘কেউ আমাকে সহজে বুঝতেই পারে না বলে আমাকে এত বেশি পছন্দ করে!’

১০. স্বামী সম্পর্কে কেমন ধারণা ছিল আইনস্টাইনের স্ত্রীর? তাঁর স্ত্রীকেএকবার জিজ্ঞাসা করা হলো, ‘আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি বুঝতে পারেন?’ জবাবে তিনি বললেন, ‘না, কিন্তু আমার স্বামীকে বুঝি। আমি জানি, তাঁকে বিশ্বাস করা যায়।’

১১. বিখ্যাত ভাষ্কর জেকব এপস্টিন একবার আইনস্টাইনের একটি আবক্ষ মূর্তি খোদাই করছিলেন। আইনস্টাইন নিজেই মডেল হয়ে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা বসে থেকে শিল্পীকে সাহায্য করতেন। সে সময় একদিন তিনি জেকবকে বলেন,’’ প্রায় শ’খানেক বিজ্ঞানী বই লিখে আমার আপেক্ষিকতা তত্ত্বটি ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। আমার থিওরী যদি ভুল হয়, তবে এতজনের দরকারটা কী? একজন বললেই যথেষ্ট।

১২. একবার বেলজিয়ামের রাণী আইনস্টাইনকে আমন্ত্রণ জানালেন তাঁর দেশ সফরের। নির্দিষ্ট দিনে আইনস্টাইনকে রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য রেল স্টেশনে হাজির হল গাড়ির বহর। কিন্তু কোথায় কী? রেল স্টেশনে আইনস্টাইনকে খুঁজেই পাওয়া গেল না। ফিরে চলল গাড়্রির বহর রাজপ্রাসাদের দিকে। কিছুক্ষণ পর সাদাসিধে পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির হলেন বিজ্ঞানী আইনস্টাইন। রাণী ব্যাপারটাতে লজ্জিত হলেন। সাথে সাথে ক্ষমা প্রার্থণা করে জানালেন যে, বিজ্ঞানীকে নিয়ে আসার জন্য গাড়ি বহর রেল স্টেশনে গিয়েছিল। কিন্তু তাঁকে না পেয়ে ফিরে এসেছে। আইনস্টাইন বললেন,’’আমি ইচ্ছে করেই গাড়ি বহরকে এড়িয়ে গেছি। আর পায়ে হেঁটে বেহালা বাজাতে বাজাতে এসেছি। যদি আপনার ঐ রাজকীয় গাড়িতে আসতাম, তবে কি এভাবে বেহালা বাজাতে পারতাম? সাধারণ মানুষের মত শহরটাকে দেখে নিতে পারতাম?’’ এমনই সহজ সরল আর সাধারণ ছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। এত বড় বিজ্ঞানী অথচ মনে এতটুকু অহংকার ছিল না।

 ১৩. আইনস্টাইন যে কত সহজ সরল ছিলেন তা বোঝা যায় তাঁর আরেকটি মজার ঘটনায়। আপেক্ষিকতা তত্ব আবিষ্কার করে তিনি তখন বিখ্যাত ও বিতর্কিত। সত্যি কথা বলতে কি, বিজ্ঞানী-অবিজ্ঞানী কারোর মগজের এন্টেনাই ব্যাপারটা ক্যাচ করতে পারছিল না। তিনি বিভিন্ন সভা সেমিনারে, বিশ্ববিদ্যালয়ে তাঁর উদ্ভাবিত তত্ত্বটি বোঝাতে লেকচার দিতে যেতেন। প্রায় সব সেমিনারে তিনি একই ধরনের আলোচনা করতেন। একবার এমনি এক সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন, লেকচার দেবার জন্য। পথিমধ্যে তাঁর ড্রাইভার করে বসল এক আজব আবদার।বলল, ‘’স্যার, আপনার লেকচারগুলু শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আজ একদিনের জন্য আমি আইনস্টাইন সেজে সেমিনারে বক্তব্য চাই।‘’ মজার মানুষ আইনস্টাইনেরও কথাটা খুব মনে ধরল। তিনি এক কথায় রাজি। দেখাই যাক না, ব্যাপারটা কী হয়? তো, ড্রাইভার আইনস্টাইন সেজে অনুষ্ঠানে গেল বক্তব্য দিতে আর স্বয়ং আইনস্টাইন দর্শক সারিতে বসে রইলেন আইনস্টাইনেরই ড্রাইভার হয়ে। তখন তো আর মিডিয়ার এত দৌরাত্ন্য ছিল না। তাই ব্যপারটা কেউ বুঝতে পারল না। আইনস্টাইনরূপী ড্রাইভার মঞ্চে বক্তব্য রাখল এবং চমৎকার বক্তব্য রাখল।দর্শক সারিতে বসে মুগ্ধ আইনস্টাইন বার বার হাত তালি দিতে লাগলেন।অনুষ্ঠান শেষে উপস্থিত একজন আইনস্টাইনের ড্রাইভারের কাছে যেয়ে বললেন, ‘’ আপনার বক্তব্যটি আমার খুব ভাল লেগেছে। কিন্তু কি জানেন, আমি এই অমুক অমুক বিষয়গুলু একদম বুঝতে পারিনি। আপনি কি অনুগ্রহ করে আমাকে বিষয়গুলু বুঝিয়ে দেবেন?’’ আইনস্টাইনের ড্রাইভার বিন্দু মাত্র না ঘাবড়ে উত্তর দিল,’’ওহ! এই ব্যাপার? এই ব্যাপারটা তো আমার ড্রাইভারই বুঝিয়ে দিতে পারবে। চলুন তার কাছেই যাই।

১৪. একবার আইনস্টাইনকে সফলতা লাভের একটি গাণিতিক ফর্মুলা দিতে বলা হল। তিনি বলেছিলেন,’’ X+Y+Z=A, যেখানে X=কাজ, Y=খেলাধুলা আর A=সফলতা।‘’ ‘’আর মানে Z কী?’’ আবারও জিজ্ঞেস করা হল তাঁকে। ‘’তোমার মুখ বন্ধ রাখা‘’, আইনস্টাইনের উত্তর।

১৫. আইনস্টাইন তাঁর জটিল আপেক্ষিকতার তত্ত্বের একটি সহজ ব্যাখ্যা দিয়েছিলেন ঠিক এইভাবে,’’যখন তুমি একজন সুন্দরী মহিলার পাশে বসে থাকো তখন দু’ঘণ্টাকে মনে হয় দু’ মিনিট; আর যখন তুমি দু’ মিনিট গরম চুলার পাশে বসে থাকো তখন দু’মিনিটকে মনে হয় দু ঘণ্টা। এটাই হল আপেক্ষিকতাবাদ।‘’ আর রেডিও সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘’তুমি টেলিগ্রাফের তার দেখেছ। মনে করো, এটা লম্বা, অনেক লম্বা একটা বিড়াল।তুমি নিউইয়র্কে বসে এর লেজে টান দেবে, ওদিকে লস এঞ্জেলেসে এর মাথা মিউ মিউ করে উঠবে।ব্যাপারটা বুঝতে পারছ? বেতার ঠিক এভাবেই কাজ করে। তুমি এদিকে ইশারা দাও, ওদিকে সাড়া পড়ে। পার্থক্য হল এই বেতারের ক্ষেত্রে বিড়াল বলে কিছু উপস্থিত নেই।

 ১৬. এত সুন্দর ব্যাখ্যা যিনি দিতে পারেন, তিনি কিন্তু অনেক সময় জীবনের সহজ ব্যাপারগুলো বুঝতে পারতেন না। একবার আইনস্টাইন বাড়ি বানালেন। একদিন তিনি বাড়িটা কেমন হল তা দেখতে গেলেন। ঘুরে ঘুরে সব দেখে তিনি জানতে চাইলেন, তাঁর ছোট্ট বিড়ালছানাটি ঘরে ঢুকবে কি করে? তার জন্য তো কোন আলাদা ছোট দরজা বানানো হয় নি। আসলে যাঁরা অনেক বড় মানুষ, তাঁরা সব সময় বড় বড় চিন্তায় মগ্ন থাকেন তো, তাই ছোট ছোট ব্যাপারগুলো তাঁরা অনেক সময় বুঝতে পারেন না। বিজ্ঞানী আইনস্টাইনও এই ছোট্ট ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না।অবশেষে তাঁকে খুশি করার জন্য বড় দরজার পাশে আরেকটি ছোট দরজা তৈরি করে দেওয়া হল, যেন তাঁর আদরের বেড়ালছানাটি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। অবশ্য শেষ পর্যন্ত বেড়ালছানাটি কোন দরজা ব্যবহার করত তা আইনস্টাইনই ভাল বলতে পারবেন।

১৮. তিন হাজার শব্দের মধ্যে আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব যে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবে, তার জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে সায়েন্টিফিক আমেরিকান। ‘বন্ধুদের মধ্যে কেবল আমিই অংশ নিইনি। আমার বিশ্বাস হয়নি তিন হাজার শব্দে এটা ভালো বোঝাতে পারতাম আমি’−মন্তব্য করেন আইনস্টাইন।

১৯. কাজে যাওয়ার আগে প্রায়ই ভালো পোশাক পরে যাওয়ার আইনস্টাইনকে অনুরোধ-উপরোধ করতেন তাঁর স্ত্রী। বেশির ভাগ সময়ই তিনি জবাব দিতেন, ‘আমি কেন এটা করব? সেখানে সবাই আমাকে চেনে।’ তারপর আইনস্টাইনের প্রথম বড় ধরনের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় যখন ঘনিয়ে এল, তখন আবার তাঁকে একটু ভালো কাপড়চোপড় পরে সেখানে যাওয়ার জন্য পীড়াপীড়ি করতে লাগলেন তাঁর স্ত্রী। এবার তিনি জবাব দিলেন, ‘কেন আমি এটা করব? সেখানে কেউই তো আমাকে চেনে না।’

২০. ১৯৩৫ সালে প্রিন্সটনে পৌঁছানোর পর গবেষণার জন্য তাঁর কী কী প্রয়োজন হবে জিজ্ঞেস করা হলে আইনস্টাইন জানালেন, ‘একটি ডেস্ক, কিছু প্যাড, একটা পেন্সিল আর সব শেষে আমার ভুলগুলো ফেলার জন্য বিশাল একটা ময়লার ঝুড়ি।

 ২১. মাউন্ট উইলসন মানমন্দির পরিদর্শনে গেছেন আইনস্টাইনের স্ত্রী। সেখানকার বিশাল অপটিক্যাল টেলিস্কোপটি ছিল পৃথিবীর বৃহত্তম। এক জ্যোতির্বিদ তাঁকে জানালেন, এসব স্পর্শকাতর যন্ত্রপাতির প্রধান কাজ মহাবিশ্বের বিস্তার, আকৃতি নির্ণয়। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ‘ও! আমার স্বামী তো পুরোনো একটা খামের পেছনেই এটা করে।

২২. অনাকাঙ্ক্ষিত অতিথিদের হাত থেকে রেহাই পাওয়ার চমৎকার এক বুদ্ধি বের করেন আইনস্টাইন। বাড়িতে কেউ আসার কিছু সময় পরই এক বাটি স্যুপ নিয়ে কামরায় ঢোকে এক গৃহপরিচারক। যদি তিনি এটা গ্রহণ করেন, তবে অতিথি ধরে নেন তিনি এখন খাবেন এবং মানে মানে কেটে পড়াই তাঁর জন্য শ্রেয়। অন্যদিকে আইনস্টাইনের যদি কথা চালিয়ে যাওয়ার ইচ্ছা হয়, তবে স্যুপটা এক পাশে সরিয়ে দেন, যেন-বা এটা এখানে ছিলই না।

২৩. ১৯৩০ সালে আমেরিকার উদ্দেশে বার্লিন ত্যাগ করেন আইনস্টাইন। বার্লিন রেলস্টেশনে পৌঁছেই স্ত্রীকে হারিয়ে ফেলেন তিনি। যা হোক, একসময় খুঁজে পেলেন তাঁকে। তারপরই টিকিট জোড়া হারিয়ে বসলেন। শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল তাও, আর এভাবেই শুরু হলো তাঁর দ্বিতীয় আমেরিকা যাত্রা।

২৪. মাউন্ট উইলসন মানমন্দির পরিদর্শনে গেছেন আইনস্টাইনের স্ত্রী। সেখানকার বিশাল অপটিক্যাল টেলিস্কোপটি ছিল পৃথিবীর বৃহত্তম। এক জ্যোতির্বিদ তাঁকে জানালেন, এসব স্পর্শকাতর যন্ত্রপাতির প্রধান কাজ মহাবিশ্বের বিস্তার, আকৃতি নির্ণয়। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ‘ও! আমার স্বামী তো পুরোনো একটা খামের পেছনেই এটা করে।

২৫. ভবিষ্যতে কী আছে? আলবার্ট আইনস্টাইনের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল। জবাবে নিরাসক্ত ভঙ্গিতে আইনস্টাইন বলেছিলেন, ‘ভবিষ্যৎ নিয়ে আমি কখনোই চিন্তা করি না। কারণ, এটা এমনিতেও তাড়াতাড়িই আসে।

 ২৬. বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেধাবীদের অন্যতম আলবার্ট আইনস্টাইন। আপেক্ষিকতা তত্ত্ব (The Theory of Relativity) আবিষ্কারের জন্য তিনি আমাদের কাছে সর্বাধিক পরিচিত। মজার ব্যাপার তিনি কিন্তু তাঁর এই আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পাননি। বলা হয়ে থাকে পৃথিবীতে হাতে গোণা কয়েকজন মাত্র বিজ্ঞানী তাঁর এই তত্ত্বটি বুঝতে পারেন। কেউ যদি এই আপেক্ষিকতার তত্ত্বটি পড়ে বলে, ‘’বুঝেছি’’ তাহলে নাকি বুঝতে হবে যে, সে কিছুই বুঝেনি। তত্ত্বটি এত গোলমেলে যে, এটি না বোঝাই স্বাভাবিক, বুঝতে পারাটাই যেন অস্বাভাবিক। আর তাই হয়ত রয়েল সুইডিশ একাডেমির জুরিবোর্ড আইন্সটাইনের তত্ত্বটির নিগূঢ় অর্থটি বুঝাতে পারেনি। তাই সে বছর নোবেল পুরষ্কার আইনস্টাইনের কপালে না জুটলেও ১৯২১ সালে আলোক তড়িৎ ক্রিয়া (Photo Electric Effect) ব্যাখ্যা করে, তিনি পেলেন পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার।

২৭. এক পার্টিতে আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী প্রশ্ন করলেন, আপনি কি করেন?
আইনস্টাইন উত্তর দিলেন, আমি পদার্থ বিঙ্গানের ছাত্র।
তরুণী অবাক হয়ে বললেন, আপনি এখনও ছাত্র! আর আমি গত বছর পাশ করেছি..

২৮. আইনস্টাইন এর মেয়ের বিয়ে। সবাই চার্চে যাচ্ছিল। পথিমধ্যে উনি উনার মেয়েকে বললেন তুমি চার্চের দিকে যাও আমি ল্যাবে আমার কলমটা রেখে আসতাছি। মেয়ে অনেক বারন করা সত্বেও উনি গেলেন, ৩০ মিনিটের কথা বলে উনি যখন না এলেন তখন সবাই মিলে উনার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ৭ দিন পর উনার মেয়ে যখন বাসায় এসে মাকে জিজ্ঞাস করলো বাবা কোথায় তখন তার মা বলল ওই যে গেল আর আসে নাই। তখন উনি আইনস্টাইন এর খোজে ল্যাবে গেল। ল্যাবে গিয়ে দেখল যে তার বাবা একটা কলম নিয়ে বোর্ড এর সামনে গিয়ে কি জানি চিন্তা করছিল। মেয়ে বাবা কে বলল বাবা কি কর। তখন উনি বলল যে মা তুমি চার্চে যাও আমি এই কাজ টা ১০ মিনিটের মধ্যে শেষ করে আসছি।

৩০. আপেক্ষিকতা তত্ত্বের মত রহস্যময়তার মধ্যেই মৃত্যু ঘটে বিজ্ঞানী আইনস্টাইনের। তাঁর মৃত্যুর সময় তিনি তাঁর মাতৃভাষা জার্মানে কিছু একটা বলে শেষ নিশ্বাস ত্যাগ করেন।তখন তাঁর পাশে থাকা আমেরিকান নার্স কথাটির বিন্দু বিসর্গও বুঝতে পারেনি। মৃত্যুর আগে শেষ কী কথা তিনি বলে গেছেন, তা আমাদের জানা হবে না আর কোন দিন।
      ......... সংগৃহীত .......
No comments

ফোল্ডার হিডেন করে নাকে তেল দিয়ে ঘুমান..............

সফটওয়্যার টির নাম: WinMend-Folder-Hidden
সফটওয়্যার টি খুব শক্তিশালী।সফটওয়্যার টির কাজ হলো ফোল্ডার এবং ফাইল হাইড করা এবং সফটওয়্যার টি পাসওয়্যার্ড দিয়ে খুলতে হয়। আপনি যদি এক বার ফোল্ডার অথবা ফাইল হাইড করেন তাহলে আর কেউ ফোল্ডার অথবা ফাইল টি খুজে পাবে না , এবং আবার উইন্ডোজ সেট আপ দিলে ও ঐ ফাইল এবং ফোল্ডার গুলো খুজে পাবে না আবার যদি কেউ ২ টি উইন্ডোজ এক সাথে ব্যাবহার করেন তাহলে ও কোন ঝামেলা নেই, কারণ একটি উইন্ডোজে ফোল্ডার এবং ফাইল হাইড করলে অন্য উইন্ডোজে হাইড করা ফোল্ডার এবং ফাইল দেখা যাবে না । এই সফটওয়্যার টি ফ্রি তাই কোন লাইসেন্স লাগে না ।
ব্যাবহারবিধি:
  1. প্রথমে সফটওয়্যার টির zip ফাইল টি ডাউনলোড করেন এবং win-rar দিয়ে extract করুন ।
  2. সফটওয়্যার টি ইনস্টল করেন ।
  3. সফটওয়্যার টি ওপেন করেন ।
  4. সফটওয়্যার টি পাসওয়ার্ড চাইবে তখন আপনার মনের ইচ্ছা মত পাসওয়ার্ড দিন আবার confirm পাসওয়ার্ড চাইবে তখন ও প্রথম বারের ঐ পাসওয়ার্ড টি দিয়ে confirm করুন ।

এবং পাসওয়ার্ড টি ভুলবেন না কারণ ঐ ফাইল গুলো ফেরত পেতে হলে আপনাকে সফটওয়্যার টি ওপেন করতে হবে । সফটওয়্যার টি ওপেন করার সময় ঐ পাসওয়ার্ড চাইবে তখন পাসওয়ার্ড দিতে হবে ।  যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করবেন ? তাহলে পরের বার যখন উইন্ডোজ সেট আপ দিবেন তখন এই সফটওয়্যার টি ইনস্টল করবেন এবং নতুন করে একটি পাসওয়ার্ড দিন এবং আগের মত করে সফটওয়্যার টি open করুন , দেখবেন Folder & File  hide হয়ে ই আছে তারপর unhide করুন । নিচে আপনাদের সুবিদ্বার্থে Snapshot দিলাম ।
Snap1
File hide then click on exit .Snap7
For unhide >
 Snap8





No comments

Thursday, January 24

আগামি ২৫ মার্চ Windows Live Messenger এর চির বিদায় !



অনেক জল্পনা কল্পনার কে সত্যি করে দিয়ে আগামি ২৫ মার্চ  বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্তৃপক্ষ তার ইনস্ট্যান্ট মেসেজ চ্যাট টুল  Windows Live Messenger এর চির বিদায় জানাতে যাচ্ছে ! যেটা কারো কাছে  MSN Messenger নামেও পরিচিত ।

জল্পনা কল্পনা শুনছিলাম মাইক্রোসফট Skpye কিনার  কিছু দিন পর থেকে ! ২০১২ সালের নভেম্বর মাসে ‘উইন্ডোজ লাইভ মেসেঞ্জার’ বন্ধ করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। তবে সেসময় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু এই বার ওরা তারিখ নির্দিষ্ট করে সব উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যাবহার কারিদের একটা করে ই মেইল পাটিয়ে দিচ্ছে  ! অন্যান্য ব্যাবহার কারিদের মত এই নিউজ টি পেয়ে আমারও অত্যন্ত খারাপ লাগছিল :( কারন দীর্ঘ দিন থেকে ব্যাবহার করি উইন্ডোজ লাইভ মেসেঞ্জার তো এখন কি হবে !
যাই হোক মাইক্রোসফট আমাদের কে হতাশ করতেছে না কারন উইন্ডোজ লাইভ মেসেঞ্জার’ প্রায় সকল সুবিদা দিয়ে ওরা  তাদের নতুন পণ্য Skype কে আরও উন্নত এবং আরও নতুন করে সাজিয়ে সকলের আরও কাছে নিয়ে আসতে যাচ্ছে  বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্তৃপক্ষ !
১৯৯৯ সালে MSN Messenger নামে ইনস্ট্যান্ট মেসেজ চ্যাট টুলটি চালু করেছিল মাইক্রোসফট। পরবর্তীতে এ সেবায় ছবি, ভিডিওসহ বিভিন্ন সুবিধা যুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। ২০০৯ সালে দেয়া মাইক্রোসফটের এক তথ্য অনুযায়ী, সেসময় ৩৩ কোটি ব্যবহারকারী উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহার করতেন। পরবর্তী সময়ে স্কাইপির সঙ্গে প্রতিযোগিতার মুখে দ্রুত কমতে থাকে মাইক্রোসফটের এ চ্যাট টুল ব্যবহারকারীর সংখ্যা। এরপর দ্রুত স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট।
বিশ্বের অন্যান্য দেশে ‘উইন্ডোজ লাইভ মেসেঞ্জার’ ব্যবহার বন্ধ হলেও কেবল চীনে চালু থাকবে এটি।
—————————————————————————————————————–
এতক্ষন তো দিলাম উইন্ডোজ লাইভ মেসেঞ্জার এর গুড়াপত্থন  এর নিউজ । এখন বলি কেমন করে Skype দিয়ে উইন্ডোজ লাইভ মেসেঞ্জার এর সকল সুবিদা পাবেন :D
প্রথমে এখান থেকে Skype 6.1.0.129 নিউ ভার্সন টি ডাউনলোড করে নিন  । এর আগে যদি আপনি স্কাইপের ওল্ড ভার্সন ব্যাবহার করে থাকেন তাহলে ওটা কন্ট্রোল প্যানেল থেকে রিমুভ করে দিন ।
উক্ত লিংক থেকে Skype 6.1.0.129 ডাউনলোড করার পর নিচের স্কিন এর মত একটা উইন্ডো ওপেন হবে !
এখন লাল মার্ক করা অংশে ক্লিক করুন । ক্লিক করার পর নিচের স্কিন এর মত আসবে । নিচের পিকচার টি লক্ষ্য করুন
এখন লাল মার্ক করা অংশে আপনার আগের @hotmail.com/@live.com/@msn.com আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলে দেখবেন ওপেন হয়ে গেছে আপনার নতুন উইন্ডোজ লাইভ মেসেঞ্জার >স্কাইপির রূপ ধারন করে :D
সো দেরি না করে যারা উইন্ডোজ লাইভ মেসেঞ্জার নিয়ে যারা আমার মত টেনশন করতেছেন এখন থেকে শুরু করে দিন নতুন স্কাইপি ব্যাবহার ! স্কাইপি ব্যাবহারের অভ্যাস না থাকলে ২৫ মার্চ আসার আগেই অভ্যস্ত হয়েগেলেন স্কাইপি তে । আর যারা স্কাইপি বেবহারে অভ্যস্ত তাদের কাছে তো আর নতুন কোন বিষয় না এটা
আরেকটা কথা নতুন স্কাইপি মেসেঞ্জার এ নতুন অ্যাকাউন্ট না করেও আপনার ফেসবুক আইডি ব্যাবহার করে ফেসবুক সহ স্কাইপির সকল সুবিদা পেতে পারবেন ।
No comments

Tuesday, January 22

Download Bangla Quran For Android


Download Bangla Quran For your Android
Are you very Islamic minded? then this quran app is your solution! read quran in your android now in your mother language! we recommend this app because its really a very good app to read Quran surah in bangla.
                                          
Features:
• List of all sura name in bengali
• Sura information.
• Bookmark is available.
• All Shejda versa is colored.



No comments

Lock করে ফেলুন আপনার Android Gallery সহ যে কোন File


পৃথিবীর সব মানুষেরই ব্যক্তিগত কিছু জিনিস থাকে যা আমারা অন্যের থেকে গোপণ রাখতে চাই. যেমন ব্যক্তিগত ফাইল, মেসেজ, ফটো, ভিডিও সহ অনেক কিছু.
আজ আপনাদের কাছে শেয়ার করবো এরকম একটি App যা দিয়ে আপনি আপনার মোবাইলে install করা যেকোনো Apps সহ File manager, Gallery, Message থেকে শুরু করে সব কিছু খুব সহজেই লক করতে পারবেন.
ছোট্ট কিন্তু দরকারী এই Apps টি এখনই Download করে নিন

No comments

আপনার পছন্দের ছবিকে ফোল্ডার আইকন হিসেবে রুপান্তর করুন..........♂♂

আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের যে কোন ছবি কি ফোল্ডার এর আইকন হিসেবে দিতে পারেন।
এ জন্য আপনার লাগবে একটি সফটওয়ার।
Name: Folder icon
টি  মাত্র ১. এমবি


ডাউনলোড হয়ে গেলে সেটাপ দিন।
এখন ইমেজ আইকন ওপেন করুন।
যে ছবি গুলু আইকন হিসেবে করতে চান সেগুলো সিলেক্ট করে এনে ইমেজ আইকন এর উপর ছেরে দিন।
এখন দেখুন কিভাবে আপনার ইমেজ গুলু আইকন হিসাবে রুপান্তর হয়ে গেছে।
No comments

Monday, January 21

ডাউনলোড করুন জটিল একটি মাল্টিমিডিয়া প্লেয়ার

একটি অসাধারণ ও পাওয়ারফুল মিডিয়া প্লেয়ার।
এই প্লেয়ার দিয়ে যেমন ফরম্যাটের/টাইপের অডিও ভিডিও চালনা করতে পারবেন। 
এই প্লেয়ার এর একটি বড়সুবিধা হলো এটা তে সব রকম এর অডিও এবং ভিডিও ফাইল সাপোর্ট13 ফটোশপের বিকল্প দারুন একটি সফটওয়্যার Macromedia Fireworks 8 । এখানে একের ভিতর সব প্লেয়ার পাবেন !!! মানে প্রায় সব প্লেয়ার এর স্বাদ পাবেন B-) আর পুরা অস্থির একটা ফ্রি প্লেয়ার B-)B-)B-)

Name: Haihaisoft-Universal-Player



ডাউনলোড

Image




No comments

নিয়ে নিন Any Video Converter Ultimate 4.5.8.0


Any Video Converter Ultimate



Enrich your daily multimedia enjoyment!
yesSupport 60+ input formats and 200+ output profiles.
yesCapture & record video from Netflix and similar feed sites.
yesConvert DVD & convert video for all portable media players.
yesCreate personalized DVD video enjoyable on TV & DVD player.
yesMerge, clip, crop or rotate to edit video like a Pro.
Any Video Converter Logo

DVD Ripping

Rip your favorite DVD movies and watch on the go!

Rip your DVD movie disc as well as DVD folder to popular video and audio formats like AVI, MP4, WMV, FLV, MP3, M4A, etc. and enjoy DVD movies on iPad, iPod, PSP, Android phones, Samsung Galaxy S II, Amazon Kindle Fire and more devices on the go!
Rip DVD as a single file or by titles. If the latter one, the DVD ripper will list all the titles and tick the ones with useful content.

Rip copy protected DVD movies directly without DVD decrypting software.

Select DVD title, chapter, audio track and subtitle as you like.

tab-1


Keygen ডাউনলোড করুন
No comments

Sunday, January 20

মোবাইল এ Download করুন YouTube ভিডিও

আজ আমি আপনাদের সাথে মোবাইল এ YouTube ভিডিও Download করার wap site দিচ্ছি। আপনার মোবাইল থেকে এই site এ ইচ্ছা মত YouTube ভিডিও Download করতে পারবেন। এই ভিডিও আপনি Java/Symbian/An
droid/Windows মোবাইল চলবে।
Wapsite Link: vuclip

V/S

এক্ষেত্রে আপনাকে Opera Mini 5 বা তার উপরের Opera Mini র সংস্করন দিয়ে কাজ করতে হবে। প্রথমে Opera Mini অপেন করে http://m.youtube.com এ যান। সেখান থেকে সার্চ করে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি খুঁজে বের করুন। এরপর পেজের একেবারে নিচের দিকে গিয়ে Desktop View সিলেক্ট করুন।

image

*****এই জাভা-কোডের উপর 1 চেপে কোডটি কপি করে নিন। এবার #5 চাপুন। প্রথম অপশনে [ মোবাইলীয় ব্লগ: মোবাইল দিয়েই YouTube এর ডিফল্ট ওয়েব সাইট থেকে ডাউনলোড করুন High Defination ভিডিও ] ক্লিক করুন। Title এর যায়গায় পছন্দ মত নাম দিন। Address এর উপর 1 চেপে, একটু আগে কপি করা কোডটি Paste করে দিন। ব্যাস! যখন দরকার হবে, #5 চেপে Save করা বুকমার্কসটির উপর কার্সর নিয়ে Manage/Edit/Address থেকে 1 চেপে কপি করে কোডটি ব্যবহার করতে পারবেন।


Opera Miniর Address Bar (যেখানে Web-Site এর এড্রেস লিখা হয়) গিয়ে ঠিকানার ফিল্ড / www. ক্লিয়ার করে সেখানে জাভা কোডটি পেস্ট করে দিন।

দেখবেন ভিডিওটির নিচে Like এবং Share বাটনের পাশাপাশি একটি নতুন Download বাটন তৈরি হয়েছে।

image

Download বাটনে ক্লিক করলে পেজের নিচের দিকে কয়েকটি ভিডিও ফরম্যাট অপশন (FLV 240p, MP4 360p, FLV 360p, FLV 480p, WebM 360p, WebM 480p) আসবে। সেখানে গিয়ে নিজের পছন্দসই ফরম্যাট বেছে নিয়ে ক্লিক করলেই ডাউনলোড নোটিস চলে আসবে।

image

2| এছাড়া অনেকে vuclip.com- এর মত কিন্তু আরো হাই কোয়ালিটির YouTube ভিডিওর জন্য সাইট খুঁজছেন। তাদেরকে বলছি, এক্ষেত্রে ১০০% কার্যকরী সাইট http://tubezen.us। ওখানে গিয়ে vuclip এর মত সকল YouTube ভিডিও পাওয়া যাবে। সেগুলোর মান অনেক উন্নত। আপনি চাইলে লো কোয়ালিটিরও ডাউনলোড করতে পারবেন। সেই সুযোগও আছে।

3| এছাড়া নিচে আপনি সরাসরি কাঙ্খিত YouTube ভিডিওটির লিংক দিয়ে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে পিসি হলে ভালো হয়, মোবাইলে সময়সাপেক্ষ। তাই আমি মোবাইল ব্যবহারকারীদের আগের ২ টি নিয়ম অনুসরন করার পরামর্শ দেব।

Download Youtube Video !

Enter the Video address below :-

Get Download Links
Download youtube Video




সকল মোবাইল থেকে YouTube ভিডিও ডাউনলোডের জন্য আরেকটি সহজ পদ্ধতিঃ

এ ক্ষেত্রে আপনাকে Opera Mini ব্যবহার করতে হবে। মেনু / সেটিংস থেকে দেখে নিন Single Column View [Opera Mini 4 এর ক্ষেত্রে Mobile View] অফ আছে কি না। যে ভিডিওটি নামাতে চান, সেটি ক্লিক করুন। সেখানে #1 চাপলে ভিডিওটির ওয়েব এড্রেস চলে আসবে।সেখানে http://m. কেটে দিয়ে youtube.com এর আগে www.ss লাগিয়ে নিন, আর সব অপরিবর্তিত রাখুন । ভিডিওটির এড্রেস যদি হয় : http://m.youtube.com/watch?gl=US&hl=en-GB&client=mv-google&feature=m-featured&v=c1Bun8c8-mI, তবে এটাকে এডিট করতে হবে এভাবে: www.ssyoutube.com/watch?gl=US&hl=en-GB&client=mv-google&feature=m-featured&v=c1Bun8c8-mI

image

তারপর ডেস্কটপ ভিউ'তে একটি পেজ আসবে।সেখানে একেবারে বাঁয়ে মাঝখানে ক্লিক করে জুম করুন।

image

MP4 360p & MP4 720p নামের দুটি অপশন পাবেন, ইচ্ছা হলে ওখানে ক্লিক করে ওই ফরম্যাটে নামিয়ে নিতে পারেন, অথবা More'এ ক্লিক করলেই 3GP 240p সহ আরো অপশন পাবেন।ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

image 
1 comment

ফ্রীতে Microsoft Office 2013 Professional Plus ফুল ভার্শন




Microsoft Office 2013 Professional Plus Setup[32Bit/x86] Crack Patch Download - Microsoft Office 2013 Professional Plus for 32bit and 64bit office software. Office 2013, the new flavor of the application comes with a new, intuitive design, which has been developed to work great with touch, stylus, and mouse and keyboard. The new Office 2013 was announced with support for Microsoft’s Windows platform, and can be used on a variety of devices, including tablet PCs. Moreover, the application was conceived so that it would provide users with a great experience on touch devices that run under Windows 8.
On top of that, the new Office 2013 was designed to be more social, and comes with support for new scenarios related to reading, note-taking, meetings and communications. Kept connected to cloud services at all times, the new application version comes with SkyDrive integration, saving files to this location by default, while also featuring Skype, providing users with 60 Skype world minutes each month.
System Requirements:
Computer and processor: 1 GHz or greater x86/x64 Processor with SSE2 instruction set
Memory: 1 GB RAM (32-bit) / 2 GB RAM (64-bit)
Hard Disk: 3.5 GB free disk space
Operating System: Windows 7, Windows 8, Windows Server 2008 R2 or newer
Graphics: Graphics hardware acceleration requires DirectX10 graphics card.
How to Activate :
1- open Word then click on Open Other Documents
2- click on Account then click on Change Product Key
3-Open Keygen Office 2013
4- copy and paste the key in the space provided
5- click install .

                                                                          D  O W N L O A D S



No comments

Blog Archive

Followers

PaidVerts