+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Thursday, February 16

বাংলাদেশের সীমানা.......... আয়তন কত ?

04:41

Share it Please

০১. বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
=> পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়৤

০২. বাংলাদেশের পূর্বে ভারতের কোন কোন প্রদেশ অবস্থিত?
=> আসাম, ত্রিপুরা ও মিজোরাম৤

০৩. বাংলাদেশের পূর্বের সীমানা কী?
=> আসাম, ত্রিপূরা, মিজোরাম ও মায়ানমার৤

০৪. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
=> পশ্চিমবঙ্গ৤


০৫. বাংলাদেশের দক্ষিণের সীমানা কী?
=> বঙ্গোপসাগর৤

০৬. বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?
=> আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ৤

০৭. বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন সীমান্তবর্তী প্রদেশ রয়েছে?
=> ভরতের কোন সীমান্তবর্তী প্রদেশ নেই৤

০৮. বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?
=> ৫টি (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)

০৯. ভারতের উত্তর-পূবাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়?
=> মণিপুর৤

১০. বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
=> ১৬ মে, ১৯৭৪ সালে৤

১১. বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
=> শেখ মুজিব - ইন্দিরা গান্ধী৤

১২. সীমান্ত চুক্তিতে কী উল্লেখ ছিল?
=> বাংলাদেশ ভারতকে বেড়ুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিনবিঘা করিডোর৤

১৩. বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সীমান্ত কত কি.মি.?
=> ৬.৫ কি.মি.৤

১৪. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
=> ৫,১৩৮ কি.মি.৤ অথবা, ৪,৭১৯ কি.মি.৤

১৫. বাংলাদেশের মোট স্থলসীমা কত?
=> ৪,৪২৭ কি.মি.৤

১৬. বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের দৈর্ঘ্য কত?
=> ৪,১৪৪ কি.মি. অথবা ৩,৭১৫ কি.মি.৤

১৭. বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য কত?
=> ২৮৩ কি.মি. বা ১৭৬ মাইল৤

১৮. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
=> ৭১১ কি.মি.৤

১৯. পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার-এর দৈর্ঘ্য কত?
=> ১৫৫ কি.মি.৤

২০. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত?
=> ১২ নটিক্যাল মাইল৤

২১. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
=> ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কি.মি.৤

২২. বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব কত?
=> ১৬.৫ কি.মি. বা ১১ মাইল৤

২৩. পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
=> ২,২৬২ কি.মি. বা ১,৪০৫ মাইল৤

২৪. আসামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
=> ২৬৪ কি.মি. বা ১৬৪ মাইল৤

২৫. মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
=> ৪৪১ কি.মি. বা ২৭৪ মাইল৤

২৬. ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
=> ৮৭৪ কি.মি. বা ৫৪৩ মাইল৤

২৭. মিজোরামের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
=> ৩০৩ কি.মি. বা ১৮৮ মাইল৤

২৮. ১ নটিক্যাল মাইলে কত কি.মি?
=> ১.৮৫৩ কি.মি.৤

২৯. ভারতের ভিতরে বাংলাদেশের কতটি ছিটমহল আছে?
=> ৫১টি (আয়তন ৭১১০.০২ একর)৤

৩০. বাংলাদেশের ভিতরে ভারতের কতটি ছিটমহল আছে?
=> ১১১টি (আয়তন ১৭১৫০.০৫ একর)৤

৩১. ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
=> লালমনিরহাট (৫৯টি)৤

৩২. ভারতের ছিটমহলগুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
=> লালমনিরহাট (৫৯টি), পঞ্চগড় (৩৬টি), কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারী (৪টি)৤

৩৩. বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের কোন জেলার অন্তর্গত?
=> সবকটিই পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার অন্তর্গত৤

৩৪. দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের কোন জেলা ও থানায় অবস্থিত?
=> লালমনিরহাট জেলা ও পাটগ্রাম থানা৤

৩৫. দহগ্রামের আয়তন কত?
=> ৩৫ বর্গ মাইল৤

৩৬. বেড়ুবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
=> পঞ্চগড়৤

৩৭. ভারত কবে বাংলাদেশের জন্য তিনবিঘা করিডোর খুলে দেয়?
=> ২৬ জুন, ১৯৯২৤

৩৮. ভারত কবে বহুল প্রতিক্ষিত তিনবিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বা ২৪ ঘন্টার জন্য বাংলাদেশের জন্য খুলে দেয়?
=> ৮ সেপ্টেম্বর, ২০১১৤

৩৯. তিনবিঘা করিডোরের আয়তন বা মাপ কত?
=> ১৭৮ মিটার * ৮৫ মিটার৤

৪০. তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
=> তিস্তা নদীর৤

1 comments:

  1. বাংলাদেশের সীমানা.......... আয়তন কত ? ~ মোহাম্মাদ ফিরোজ খান >>>>> Download Now

    >>>>> Download Full

    বাংলাদেশের সীমানা.......... আয়তন কত ? ~ মোহাম্মাদ ফিরোজ খান >>>>> Download LINK

    >>>>> Download Now

    বাংলাদেশের সীমানা.......... আয়তন কত ? ~ মোহাম্মাদ ফিরোজ খান >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Followers

PaidVerts