+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Thursday, August 23

পৃথিবীতে এসেছে এলিয়েন.....................!

01:36

Share it Please
লিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের পৃথিবীতে আগমন নিয়ে কত না কল্পকাহিনী। সেসব নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো পায় ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু এবার সত্যিই সতর্ক হওয়ার সময় এসেছে। কারণ আর কোনো কল্পকাহিনীতে নয়, বাস্তবেই পৃথিবীতে ভিনগ্রহের জীবের আবির্ভাব ঘটেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ডের বিজ্ঞানীরা তেমনটাই দাবি করেছেন।

জার্নাল অব কসমোলজির প্রতিবেদনে বলা হয়, পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ২৭ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এমন কিছু জীবসত্তা পাওয়া গেছে, যেগুলো পৃথিবীতে নেই। বিজ্ঞানীদের বিশ্বাস, এগুলো মহাকাশ থেকে এসেছে। এই দাবির পেছনে শক্তিশালী যুক্তিও দাঁড় করিয়েছেন তাঁরা। বিজ্ঞানীরা জানান, বিশেষভাবে তৈরি একটি বেলুন যুক্তরাজ্যের আকাশে তাঁরা ছেড়ে দিয়েছিলেন উল্কাবৃষ্টির সময়। সেখান থেকে সংগৃহীত আণুবীক্ষণিক উপাদানগুলো পরীক্ষা করে এসব অস্বাভাবিক অণুজীব পাওয়া গেছে।
গবেষকদের নেতৃত্বে থাকা মিল্টন ওয়েইনরাইটের মতে, বেশির ভাগ মানুষ মনে করতে পারে, এসব অণুজীব পৃথিবীপৃষ্ঠ থেকেই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছেছে। কিন্তু প্রচলিত মত অনুসারে, ভয়াবহ কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছাড়া এ ধরনের কোনো অণুজীব সেখানে পৌঁছানোর কথা নয়। এদিকে স্ট্র্যাটোস্ফিয়ারে অভিযান চালানোর সময়টায় পৃথিবীতে কোনো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেনি বলে জানান এই গবেষক। সুতরাং সেগুলো মহাকাশ থেকেই এসেছে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। তাঁরা মনে করেন, মহাজাগতিক সত্তা পৃথিবীতে অব্যাহতভাবেই আসছে এবং সেগুলোকে ঠেকানোর কোনো ব্যবস্থা পৃথিবীতে নেই।

0 comments:

Post a Comment

Blog Archive

Followers

PaidVerts