+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Monday, August 13

এক মেয়ে জ্বিনের ঘটনাঃ-

02:06

Share it Please
হযরত আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম (রাহঃ) বর্ণনা করেন, আশজাঅ্ গোত্রের দুজন লোক একবার তাদের এক আত্নীয়ের বিয়েতে শরীক হবার জন্যে যাচ্ছিল্পথের মাঝখানে এক জায়গার তাদের সামনে একজন মহিলা আসেএবং বলে, তোমরা কোথায় যাও? ওরা বলে, আমরা এক আত্নীয়ের বিয়েতে উপঢৌকন দিতে যাচ্ছিমেয়েটি বলে, সে কথা আমার ভালো রকম জানা আছেফেরার পথে তোমরা আমার সহিত সাক্ষাত করে যাবেসুতরাং ফেরার পথে উভয়ে মেয়েটির কাছে গেলসে বলল, আমি তোমদের পিছনে পিছনে যাবতখন তারা দুটি উটের মধ্যে একটির উপরে দুজন সওয়ার হল এবং অন্য উটটিকে পিছনে পিছনে চালাতে লাগলোএভাবে যেতে যেতে একসময় তারা এক বালির টিলায় এসে পৌঁছলসেই সময় মেয়েটি বলল, এখানে আমার একটু দরকার আছেতো তারা তার জন্যে উট বসিয়ে দিলমেয়েটি
উট থেকে নেমে টিলার আড়ালে চলে গেল


ওরা উভয়ে অপেক্ষা করতে লাগলোমেয়েটির ফিরতে দেরি হচ্ছে দেখে দুজনের মধ্যে একজন তার পায়ের দাগ ধরে ধরে খুঁজতে বের হলকিন্তু তারও ফিরতে দেরি হতে লাগলোতখন বাকি লোকটি তার সঙ্গীকে খুঁজতে বের হলএক জায়গায় গিয়ে সে দুর হতে দেখতে পেল, সেই মেয়েটি তার সঙ্গীর পেটের উপর চড়ে বসে তার কলিজা বের করে চিবিয়ে খাচ্ছেতা দেখে লোকটি ফিরে এলএবং তার উটের পিঠের উপর সওয়ার হয়ে নিজের রাস্তা ধরলোএমন সময় মেয়েটি তার সামনে এসে বলতে লাগলো, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? লোকটি বললো, তুমি কেন এত দেরি করলে? মেয়েটি তখন লোকটিকে ধরলোলোকটি চিৎকার করে উঠলমেয়েটি বললো, তুমি চিৎকার করছো কেন? লোকটি বললো, আমার সামনে নিষ্ঠুর এক অত্যাচারী বাদশাহ্ আছেমেয়েটি বললো, আমি তোমাকে একটি দুআ বলে দিচ্ছিতুমি যদি সেই দুআ সহকারে প্রার্থনা করো, তবে তা সেই জালিম কে ধংস করে দিবে এবং তার থেকে তোমার হক আদায় করিয়ে দিবেলোকটি বললো, সেই দুআটি কি? মেয়েটি বললো, সেই দুআটি হল এইঃ-

হে আল্লাহ! আপনি তো আসমান ও তার নিম্নস্হ যাবতীয় বস্তুর প্রভুএবং পৃথিবী ও তার উপরিস্হ সকল কিছুরই পালনকর্তাআর বায়ুমন্ডল ও তাতে ভাসমান বস্তুসমূহের প্রতিপালকএবং শয়তানদল ও তাদের দ্বারা পথভ্রস্টদেরও পালনকর্তাআপনি পরম উপকারী, আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা তথা অতুলনীয় প্রতাপ ও মাহাত্ন্যের অধিকারীআপনি তো অত্যাচারীর কাছ থেকে অত্যাচারিতের অধিকার আদায় করিয়ে দেনসুতরাং অমুকের থেকে আমার হক আদায় করিয়ে দিনকেননা, সে আমার উপর জুলুম করেছে

লোকটি বললো, ওই দুআটি তুমি পুনরায় একবার আমাকে শোনাওমেয়েটি পুনরায় একবার দুআটি বললোফলে লোকটি তা মুখস্হ করে নিলতারপর সে ওই মেয়েটির বিরুদ্ধেই দুআটি করলোএবং এভাবে বললোঃ-

হে আল্লাহ! এই মেয়েটি আমার উপর জুলুম করেছে এবং আমার ভাইকে খেয়ে ফেলেছে

সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটি আগুনের গোলা নেমে এল এবং সেটা মেয়েটির লজ্জাস্হানের উপর পড়লোফলে মেয়েটির দেহ দুটুকরো হয়ে গেলএবং দুটো টুকরো দুদিকে গিয়ে পতিত হলমেয়েটি ছিল মানুষ খেকো মেয়ে জ্বিন

{মাকায়িদুশ্ শাইত্বান, ইবনু আবিদ দুনইয়া (১৫৪), পৃস্টা ১১২}

0 comments:

Post a Comment

Blog Archive

Followers

PaidVerts