+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Friday, August 17

গুগলে সার্চের যত অপশন..........

05:07

Share it Please

র্তমানে ইন্টারনেটে সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগলই সবচেয়ে বেশি জনপ্রিয়। কোন কিছু খুঁজতে হলে আমরা সাধারণত সোজা গুগলের হোমপেজে গিয়ে সার্চ দিয়ে বসি। কিন্তু গুগলের পক্ষে যেহেতু আমাদের মনের কথা পড়া সম্ভব না, তাই সাধারণভাবে শুধু কী ওয়ার্ডের উপর ভিত্তি করে একেবারে নিঁখুত ফলাফল প্রদর্শন করা গুগলের মতো শক্তিশালী সার্চ ইঞ্জিনের পক্ষেও সম্ভব না। গুগলের কাছ থেকে সর্বোচ্চ সার্চ সুবিধা পেতে হলে আমাদেরকে কিছু কী ওয়ার্ডের পাশাপাশি কিছু সার্চ অপারেটরও ব্যবহার করতে হবে। এসব অপারেটর সঠিকভাবে ব্যবহার করতে পারলে গুগলের কাছ থেকে অনেক অনেক গুণ বেশি নিঁখুত ফলাফল পাওয়া যাবে। নিচে গুগল সার্চের কিছু টিপসের বর্ণনা দেওয়া হল।
নির্দিষ্ট কোন সাইটের বিষয়বস্তু সার্চ করুন
সাধারণত গুগলে কোন কী ওয়ার্ড সার্চ করলে যতগুলো ওয়েবসাইটে ঐ কী ওয়ার্ড পাওয়া যায়, গুগল সবগুলোকে ক্রমান্বয়ে তালিকা অনুযায়ী প্রকাশ করে৷ কিন্তু এভাবে সার্চ না করে আপনি ইচ্ছে করলে গুগলের মাধ্যমে নির্দিষ্ট কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন কী ওয়ার্ডও সার্চ করতে পারেন৷
যেমন ধরুন, আপনি বিজ্ঞানী ডট কম সাইটটিতে “Libya” শব্দটি আছে কি না, বা “Libya” সম্পর্কিত কোন লেখা আছে কি না, সেটা জানতে চাচ্ছেন৷ কিন্তু গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে “Libya” লিখে সার্চ দিলে শত শত রেজাল্ট আসে ঠিকই, কিন্তু তার প্রথমদিকের একটিও বিজ্ঞানী থেকে আসে না৷ এরকম অবস্থায় গুগলের অ্যাডভান্সড সার্চ অপারেটরই হতে পারে আপনার একমাত্র সহায়ক৷
গুগলের মাধ্যমে শুধুমাত্র বিজ্ঞানীতে “Libya” শব্দটি খোঁজার জন্য সার্চ বক্সে “Libya site:biggani.com” লিখে সার্চ করুন৷ দেখতেই পাচ্ছেন ফলাফলগুলো শুধুমাত্র বিজ্ঞানী থেকেই এসেছে৷ আর এই পদ্ধতি শুধুমাত্র বিজ্ঞানী বা লিবিয়ার ক্ষেত্রে নয়, যেকোন ওয়েবসাইট থেকে যেকোন বিষয় খুঁজে বের করার জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন৷
নির্দিষ্ট কোন সাইটের শুধুমাত্র ছবিগুলোই দেখুন
ইন্টারনেটে ছবি সার্চ করার জন্য গুগলের images.google.com মোটামুটি ভালো একটা সাইট। যেকোন কী-ওয়ার্ড লিখে এখানে সার্চ করলেই মুহূর্তের মধ্যে সে বিষয়ের উপর শত শত ছবি এসে হাজির হয়। কিন্তু সেই ছবিগুলো আসে বিশ্বের কোটি কোটি ওয়েবসাইট থেকে গুগলের র‌্যাংকিং অনুযায়ী। এখন আপনার হয়তো কখনও সারা বিশ্বের ওয়েবসাইট থেকে খোঁজার পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট কোন সাইটের ছবি খোঁজার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্র আপনি image.google.com এর site অপারেটরটি ব্যবহার করতে পারেন।
মনে করুন আপনি সিএনএন এর ওয়েব সাইট থেকে ফখরুদ্দীন আহমদের ছবি খুঁজতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি image.google.com এ গিয়ে site:cnn.com Fakhruddin Ahmed লিখে সার্চ দেন, তাহলেই কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন। এভাবে কোন নির্দিষ্ট ছবি খোঁজার পাশাপাশি আপনি ইচ্ছে করলে কোন এখান থেকে কোন সাইটের সবগুলো ছবিও দেখতে পারেন। যেমন আপনি যদি এখানে শুধুমাত্র site:cnn.com লিখে সার্চ দেন, তাহলে সিএনএন এর সবগুলো ছবি সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে।
পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে যদি আপনি কোন সাইট “ভিজুয়্যালি” ব্রাউজ করতে চান। এছাড়া কোন নির্দিষ্ট সাইটের শতশত লেখার মধ্য থেকে ইন্টারেস্টিং লেখাগুলো পড়ে পড়ে খুঁজে বের করার চেয়ে ছবি দেখে খুঁজে বের করা অনেক সহজ। সেক্ষেত্রে আপনি গুগল ইমেজে প্রদর্শিত সাইটের সবগুলো ছবি থেকে ইন্টারেস্টিং ছবিগুলোর উপর ক্লিক করে সেই ছবি সম্পর্কিত প্রবন্ধগুলো পড়ে নিতে পারেন।
জেনে নিন কোথায় কোথায় আপনার ওয়েবসাইটের লিংক আছে
আপনার যদি একটা ওয়েব সাইট থেকে থাকে, তাহলে স্বভাবতই আপনি এটা জানতে আগ্রহী হবেন যে, কোন কোন ওয়েব সাইটে আপনার ওয়েব সাইটটির লিংক দেওয়া আছে৷ গুগল সার্চ থেকে আপনি খুব সহজেই এটা জেনে নিতে পারেন৷ আর আপনার যদি কোন ওয়েব সাইট না থাকে, তাহলে এই পদ্ধতিটিকে আপনি অন্তত দুটো ওয়েব সাইটের মধ্যে কোনটি বেশি জনপ্রিয় সেটা নির্ণয় করার কাজে হলেও ব্যবহার করতে পারেন৷ কারণ যে ওয়েব সাইট যতবেশি জনপ্রিয়, তার লিংক ততবেশি জায়গায় পাওয়া যাবে৷
কোন ওয়েব সাইটের লিংক কোথায় কোথায় আছে তা জানার জন্য গুগল সার্চে আপনাকে Link অপারেটরটি ব্যবহার হবে৷ যেমন মনে করুন, আপনি গুগল সার্চে গিয়ে link:firozbdweb.webnode.com লিখে সার্চ দিন৷ সার্চ রেজাল্টে যেসব পেজ প্রদর্শিত হবে সেগুলোতে প্রবেশ করলে দেখবেন প্রতিটিতেই কোন এক কোণায় লিংক দেওয়া আছে৷
উপরে যে তিনটা অপারেটরের বর্ণনা দিলাম, সেগুলো অবশ্য গুগলের অ্যাডভান্সড সার্চ (Advanced Search) পৃষ্ঠা থেকে সরাসরিও ব্যবহার করা সম্ভব।

0 comments:

Post a Comment

Blog Archive

Followers

PaidVerts