এতে প্রায় ২০০ টির মত text effect আছে। গুগলের লোগো, ABC ব্লক, কার্টুন, gold, silver,bronze,copper ইত্যাদি ইত্যাদি স্টাইলে text নানান রঙে সাজানো যাবে। এছাড়া text - এ 3D effect ব্যবহার এবং rotate করা যাবে। ছবি select করে তার ওপরও text বিভিন্ন effect-এ সাজানো যায়।
আর এর ব্যবহার বিধিও সোজা। প্রথমে এখান থেকে মাত্র ৫২৭ kb খরচ করে ডাউনলোড করে ইনস্টল করে নিন। তারপর word artist চালু করে চাইলে কোন image সিলেক্ট করে আপনার text টি নিচের লাল দাগ দেওয়া জায়গায় লিখুন।
এরপর angle কমিয়ে বাড়িয়ে আঁকাবাঁকা করে এবং বিভিন্ন effect-এ রাঙিয়ে তুলুন আপনার text.
0 comments:
Post a Comment