ফেইসবুকে গেইম খেলা যাচ্ছে দীর্ঘ দিন ধরেই। প্রতিদিনই নিত্য-নতুন গেইম বের হচ্ছে। তবে বর্তমানে মজাদার এবং নেশা ধরানো একটি গেইম হচ্ছে ফিশ ওয়ার্ল্ড। গেমটিতে আপনাকে একজন মৎস্য চাষি হয়ে খেলতে হবে। গেইমে আপনার এটি একুরিয়াম থাকবে সেখানে আপনি আপনার মন মত মাছ ছাড়তে পারবেন।
ফিশ ওয়ার্ড গেইমের মূল লক্ষ্য হলো ভার্চুয়াল মাছ কেনা এবং সেগুলো বিক্রি করে কয়েন আয় এবং অভিজ্ঞতা পয়েন্ট জেতা। সেই কয়েন ব্যবহার করে আপনি আপনি আপনার একুরিয়াম সাজাতে পারবেন। আপনার লেভেল যত বারতে থাকবে আপনি আরও বেশী মুল্যের মাছ ছাড়তে পারবেন।
আপনাকে প্রতিদিন গেইমটি খেলতে হবে নতুবা আপনার শখের মাছগুলো খাওয়ার অভাবে মারা যাবে। তাছাড়া আপনাকে নিয়মিত একুরিয়াম পরিষ্কার করতে হবে যার মাধ্যমে আপনি অতিরিক্ত কয়েন এবং অভিজ্ঞতা পয়েন্ট পাবেন।
গেমটি অনলাইন গেম হলেও তা খেলে আপনি আনন্দ পাবেন এইটুকই বলতে পারি।
0 comments:
Post a Comment