এই ক্ষুদ্র সফটওয়্যার টিকে মশা তাড়ানোর ঔষধ হিসেবে ব্যাবহার করতে পারেন এতে যুক্ত আছে অতি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ যে শব্দটি আপনার চারপাশের মশাকে দূরে তাড়াতে একদম কার্যকর। এবং এটা প্রমাণিত ও হয়েছে বৈজ্ঞানিকভাবেও ultrasound মশা এবং অন্যান্য কীটপতঙ্গ প্রতিরোধ করতে খুব সহায়ক। সফটওয়্যার টির সাইজ মাত্র ২.৯ এমবি। এবং ডাউনলোড করতে পারবেন সরাসরি আপনার ডিভাইস দিয়ে।
কি ভাবে ব্যাবহার করবেন এবার দেখুন:
ডাউনলোড এবং ইন্সটল শেষে আপনার ডিভাইস থেকে প্রেস করে ওপেন করার পর এমন দেখতে পাবেন,
এবার আমি যেখানে হলুদ বিত্তদিয়ে মার্ক দিলাম সেখানে প্রেস করুন।এবার নিচের চবিটির মত হয়ে যাবে,
এবং নিচ থেকে ফ্রিকোয়েন্সি দিন ফ্রি কোয়েন্সি যত বেশি সিলেক্ট করবেন,শব্দের আওয়াজ ও তত বেশি হবে,
এতে করে আশে পাশের সব মশা মাছি অনেক দূরে চলে যাবে। কারো কারো ডিভাইসে হয়ত সাউন্ড কিছুটা
কম ও থাকতে পারে তাই সাউন্ড কম পেলে একটু বাড়িয়ে নেবেন, আর বেশিক্ষন চালিয়ে রাখার দরকার নেই
৪/৫মিনিট চালিয়ে অফ করে দেবেন এতেই যতেস্ট হবে।
WebRep
Overall rating
This site has no rating
(not enough votes)
0 comments:
Post a Comment