+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Sunday, March 4

04:35

Share it Please
ন্টারনেট এ অনেক সাইট পাবেন যেখান থেকে আপনি অনলাইন গেমস খেলতে পারবেন।এদের মধ্যে কিছু আছে খুবি পরিচিত। এমনই একটি সাইট হচ্ছে, মিনিক্লিপ.কম ।




Untitled 1
অনেক আগে থেকেই সাইট টি পরিচিত হলেও এতে খেলতে শুরু করেছি কয়েক দিন হলো। এখানকার গেম গুলো সাধারনত ফ্ল্যাশ এ করা। তাই কম্পিউটার এর হার্ডওয়্যার এতে খুব একটা প্রভাব ফেলে না। আবার অন্য দিক থেকে চিন্তা করতে, গেম গুলো খেলতে গেলে আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ এর উপরে চাপ পড়বে, তাও না।
অনেক টা সোশাল নেটওয়ার্ক এর মতন, আপনি এখানে অনেক কেই বন্ধু করতে পারবেন, আবার তাদের মধ্যে কে কি খেলছে, কার স্কোর কত তাও দেখতে পারবেন।
Untitled 2
বেশ কয়েক ধরনের গেম আছে এখানে। যেমন; থ্রিডি, অ্যাকশান, অ্যাডভেঞ্চার, ফাইটিং, পাজেল, ফ্লাইং, কার্ড সহ মোট ৫২ টি ক্যাটাগরি আছে। ওহ, একটির কথাত বলতে ভুলেই গেছি, আর সেটা হচ্ছে, এওয়ার্ড গেম। এই গেম গুলো তে একটি নির্দিষ্ট পরিমার স্কোর করতে পারলেই আপনাকে এওয়ার্ড দেয়া হবে। আমি অল্প কিছু সংগ্রহ করতে পেরেছি …
Untitled 3
আর আপনি যদি এই সাইট টিতে রেজিস্টার করেন, তবে আপনার সমস্ত গেম গুলোর ইনফর্মেশন, এওয়ার্ড, সর্বচ্চো স্কোর, সবই জমা থাকবে আপনার অ্যাকাউন্ট এ। আপনি যদি কোন গেম কিছু দূর খেলে বন্ধও করে দেন তো সমস্যা নাই, পরবর্তিতে সেখান থেকেই আপনি আবার খেলা শুরু করতে পারবেন।
গেম গুল খেলতে আপনার কম্পিউটার এ কিছু কিছু জিনিষ থাকতে হবে। না না ভয় পাবেন না … আমি এমন কিছুই বলবো না, যা আপনার অফিস কম্পিউটার এ নেই।
১। ভালো মানের একটি ব্রাউজার।
২। ইন্টারনেট কানেকশন।
৩। লেটেস্ট এডোব ফ্ল্যাশ প্লেয়ার।
৪। লেটেস্ট এডোব শক ওয়েভ প্লেয়ার।
আর যার কথা না বললেই নয়, তা হচ্ছে, একটি ডেক্সটপ অথবা ল্যাপটপ কম্পিউটার … (হে হে হে হে …)
তো আর দেরি কেন, শুরু করে দিন অনলাইন গেমিং …

0 comments:

Post a Comment

Followers

PaidVerts