+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Thursday, February 21

সন্ধান করুন পাঠানো মেইল প্রাপক পড়েছেন কী?

মেইল পাঠানোর পর প্রাপক সেটি পেয়েছেন কিনা কিংবা আপনার মেইলটির কী গতি হয়েছে তা জানার সহজ উপায় রয়েছে। এমন একটি পদ্ধতি হচ্ছে ‘মেইলট্র্যাক’।
মোবাইল অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের মতো মেইলট্র্যাক ব্যবহার করে একটি সবুজ টিক চিহ্ন দেখলে বুঝবেন প্রাপক আপনার মেইলটি পেয়েছেন আর দুটি টিক চিহ্ন দেখলে বুঝবেন প্রাপক মেইল পেয়েছেন এবং সেটি খুলে পড়েছেন। এই সুবিধাটি শুধু গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন আকারে পাবেন। এজন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে ‘মেইলট্র্যাক’ এই লিংক 

এর 
এক্সটেনশনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।  জিমেইল থেকে আপনি কাঙ্ক্ষিত বিষয় ট্র্যাক করতে পারবেন। শুধু তাই নয় আপনার মেইলটি কখন পৌঁছেছে, কখন পড়া হয়েছে এবং কোথায় পড়া হয়েছে তাও জানতে পারবেন।
ইমেইল পাঠানোর সময় ঠিক করে দিতে পারেনআপনি হয়তো এখন মেইল লিখছেন কিন্তু সেটি পরে পাঠাতে চান। আপনি কবে কখন মেইল পাঠাতে চান সেসময় আগেভাগে নির্ধারণ করে দিতে পারেন। জিমেইলে এই ধরনের সুবিধা রয়েছে। জিমেইলে এই সুবিধা পেতে বুমেরাং  নামের একটি এক্সটেনশন ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নিতে পারেন। একবার এই এক্সটেনশন ইনস্টল হয়ে গেলে শুধু ‘সেন্ড লেটার’ বাটনে ক্লিক করলেই হবে। এখান থেকে ক্যালেন্ডার পিকার থেকে সময় নির্ধারণ করে  দিতে পারবেন। এই এক্সটেনশনটি আপনাকে মেইল সম্পর্কে রিমাইন্ডারও দেবে। বুমেরাং কীভাবে কাজ করে তা জানতে নিচের ভিডিওটি দেখুন।



No comments

Wednesday, February 20

ছবির লেখা কপি করুন অনায়াসে............☺

মন অনেক ছবি আছে যার মধ্যে অনেক গুরত্তপূর্ণ লেখা থাকে।আমাদের এই লেখা গুলো অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় এবং কপি করতে হয়।কিন্তু সাধারন ভাবে আমরা এই লেখা গুলো কে কপি করতে পারি না।
                             


ইচ্ছে করলে আপনি এই লেখা গুলো কে সহজেই কপি করতে পারবেন।এজন্য আপনাকে বেশি কিছুর প্রয়োজন হবে না।শুধু মাত্র  Microsoft Office OneNote হলেই চলবে।
প্রথমে Microsoft Office OneNote রান করুন
তারপর ইমেজ টাকে কপি করুন (any format whether jpg, bmp, png  etc) এবং পেস্ট করুন Microsoft Office OneNote এ। মনে রাখবেন “open with” করতে যাবেন না।তাহলে আপনাকে error দেখাবে।

 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে

এখন যে লেখা গুলো কপি করবেন টা সিলেক্ট করুন তারপর রাইট ক্লিক করে Copy Text From Picture” ক্লিক করলেই আপনি অনায়াসে লেখাগুলোকে কপি করে যে কোন Word Document এ পেস্ট করে নিতে পারবেন।
 ছবির মধ্যে লেখা কপি করুন অনায়াসে
আপনি যদি  formatting of the pasted content সম্বন্ধে চিন্তিত হন তাহলে paste option এ “Keep Source formatting” সিলেক্ট করে নিন।


No comments

দলবল নিয়ে ফ্রি গ্রুপ ভিডিও চ্যাট! স্কাইপ, ইয়াহু তে যা সম্ভব নয়!


আমাদের খুব সাধারন একটি ধারনা যে স্কাইপ, ইয়াহু ইত্যাদি মেসেঞ্জার গুলোই হল সব থেকে ভালো চ্যাটিং সফটওয়ার। কিন্তু আপনাদের হয়তো অনেকেই সমস্যায় পরেছেন যখন দেখেছেন যে আপনার প্রিয় সফটওয়ারটি গ্রুপ ভিডিও চ্যাট করার সু্যোগটি ফ্রি তে করার কোন উপায়-ই রাখেনি। গ্রুপ চ্যাট করতে গেলেই টাকা চেয়ে বসছে স্কাইপ বা ইয়াহু। আর যারা দেশের বাইরে থাকেন তাদের অনেকেই চান প্রিয়জনদের একসাথে নিয়ে কথা বলতে, দেখতে।

Download


আজ এরকম কিছু বন্ধুর জন্যই নিয়ে এসেছি ওভো। এটি আপনাকে খুব সহজেই আপনার প্রিয়জনদের একসাথে দেখার ও কথা বলার সু্যোগ করে দিবে। এমনকি একসাথে বিশ জন কথা বলার সুযোগ দেবে আপনাকে। খুব সহজ ব্যবহার আর ভালো পারফরমান্স এর জন্য ওভো দুনিয়া জুড়ে বিখ্যাত। একবার ট্রাই করে দেখলে একশত ভাগ নিশ্চিত যে লাভবান হবেন। হয়তো স্কাইপ বা ইয়াহু থেকেও ভালো লাগবে আপনার। ম্যাক, উইন্ডোস এবং মোবাইল এও চালাতে পারবেন। ডাউনলোড করতে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করুন আর পরিবার, বন্ধু সবার সাথে একত্রে আনন্দ করুন।














No comments

Friday, February 8

ট্যাব কিনতে চান ? যা জানা দরকার....

                                                                       Tab
বাজারে এখন নানা রকম ট্যাব পাবেন। কিন্তু কিনবেন কোনটি? ট্যাব কেনার আগে কিছু হিসাব নিকাশ করে নিলে সহজেই আপনার পছন্দসই ট্যাব কিনতে পারবেন। ট্যাবলেট বাজারে এখনও আইপ্যাডকেই অনেকেই সেরা ট্যাব বলে মনে করেন। কিন্তু জনপ্রিয়তার বিচারে ২০১৩ সালেই আইপ্যাডকে টপকে গেছে অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাব। বাজারে এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটও রয়েছে।

ট্যাব কেনার আগে: বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে ট্যাব কেনার আগে এর অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার সম্পর্কিত তথ্য ও ট্যাবলেটের সহজে ব্যবহার করার সুবিধার বিষয়টি খেয়াল রাখবেন। দামের বিষয়টি দেখেশুনে প্রয়োজনের সঙ্গে জুতসই হলে তবে ট্যাব কেনাই ভালো। ইন্টারনেট-সুবিধার এ যুগে ইন্টারনেট থেকে কাঙিক্ষত ট্যাবের তথ্য জেনে নিয়ে তবেই বাজার থেকে তা কিনতে পারেন। পুরোনো ট্যাব কেনার আগে সতর্ক হতে হবে সবচেয়ে বেশি।ট্যাব কেনার আগে সবার আগে খোঁজ নিন এর প্রসেসর সম্পর্কে। দ্রুতগতির প্রসেসরযুক্ত ট্যাব পছন্দ করুন, যাতে আপনার পছন্দের অ্যাপ্লিকেশনগুলো স্বচ্ছন্দে চালাতে পারেন। প্রসেসরের পাশাপাশি বেশি ক্ষমতার র্যাম আছে কি না, তা খেয়াল করে দেখতে পারেন। দেখে নিন তথ্য ধারণের জন্য ট্যাবে কতটা জায়গা রয়েছে বা অতিরিক্ত কতটা মেমোরি সমর্থন করবে। খেয়াল করুন ডিসপ্লে, রেজুলেশন। এ ছাড়াও ক্যামেরা, সেন্সর, ব্লু-টুথ, ইউএসবি, জিপিইউ ক্ষমতা দেখে নিন। কেনার সময় চার্জ থাকে কতটা এবং সাউন্ড কেমন সেটা যাচাই করুন। ট্যাব কেনার সময় সার্ভিস ও ওয়ারেন্টির বিষয়টি নিশ্চিত হয়ে নিন।ট্যাব কেনার আগে বিবেচনা করুন আপনার ট্যাব মূলত কোন কাজে ব্যবহার করবেন তা। ট্যাব যদিও জনপ্রিয় হচ্ছে কিন্তু এখনও ল্যাপটপ বা স্মার্টফোনের যুত্সই বিকল্প নয়। আপনার কাজের উপযোগী হিসেবে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব বেছে নিতে পারেন।

প্রসেসর ও র‌্যাম: ট্যাব কেনার আগে দেখে নিন ট্যাবে কোন প্রসেসর রয়েছে। প্রসেসর কোর যতো বেশি হবে, ট্যাবলেট তত দ্রুত কাজ করতে সক্ষম। ট্যাবে সাধারণত ডুয়াল কোরের প্রসেসর হলে তা ভালো হবে। ট্যাবলেট কেনার সময় বেশি র্যাম আছে এমন ট্যাব কিনুন। র্যাম যতো বেশি হবে, ট্যাবলেট বা মোবাইল বা কম্পিউটারে অ্যাপস তত দ্রুত চলবে।
No comments

Thursday, February 7

প্রাণীদের প্রাকৃতিক ছদ্মবেশ.........





প্রতৃকি সকল প্রাণীকেই দিয়েছে তার নিজের মত করে আত্মরক্ষার সুযোগ আর দিয়েছে নিজের খাবার যোগার করে নেয়ার উপযুক্ত যগ্যতা। একটি সিংহ বা চিতা যদি নিচেকে বনের মাঝে লুকাতে না পারতো তাহলে কি সে সহজে তার খাদ্য জোগার করতে পারতো? না, পারতো না। আবার একটা প্রজাপতি বা ব্যাঙ যদি নিজেকে ঠিক মত লুকাতে না পারে তাহলে সে সহজেই অন্যের খাদ্যে পরিণত হয়ে যাবে। তাই প্রকৃতি প্রায় প্রতিটি প্রাণীকেই দিয়েছে পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে নিয়ে লুকিয়ে থাকার একটা আশ্চর্য ক্ষমতা। এটাকে বলা হয় প্রাকৃতিক ছদ্মবেশ। দেখুন প্রাণীগুলি কি করে নিজেদেরকে লুকিয়ে ফেলে পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে দিয়ে।
১। সবুজ গিরিগিটি

গাছের পাতার সাথে মিশে আছে সবুজ একটি গিরিগিটি।
২। পেঁচা

গাছের শুকনো বাকলের সাথে নিজেকে মিশিয়ে নিয়েছে একটি পেঁচা
৩। ব্যাঙ

ব্যাঙটি মিশে আছে তার পায়ের নিচের দাগগুলির সাথে।
৪। মথ

মথটি বালির সাথে নিজের পাখার রং আর নিজের গায়ের ফুটকুরির সাথে মিশে আছে।
৫। মাকড়সা

মাকড়সাটি ক্যামোফ্লেক্স হিসেবে ব্যাবহার করছে বালি।
৬। পোকা

সবুজ পোকাটি সবুজ পাতার সাথে মিলে গেছে।
৭। গিরিগিটি

গাছের ছালের আর গিরিগিটিটির গায়ের রং ও কারুকাজ ক্যামফ্লেক্স হিসেবে কাজ করছে।
৮। মাকড়সা ২

এখানেও মাকড়সাটি বলির সাথে নিজেকে কি করে মিশিয়ে নিয়েছে দেখুন।
৯। ব্যাঙ ২

নিচের নুড়ি পাথরের সাথে ব্যাঙগুলি মিশে আছে।
১০। মাছ

মাছটি এমন ভাবে নিজের গায়ের রং এর সাথে নিজের চারপাশকে ব্যবহার করছে যে মাছটিকেই দেখা যাচ্ছে না।
১১। চিতা

চিতাটির গায়ের কালো ফুটকুরি গুলি বনের শুকনো ডাল-পালা আর লতা-পাতার সাথে মিশে আছে।
১২। ব্যাঙ ৩

ব্যাঙটি পাতার সাথে এমন ভাবে মিশে গেছে যে তাকে আলাদা করে দেখাই কষ্টকর।
১৩। প্রজাপতি

এটি প্রজাপতি নাকি শুকনো পাতা?
১৪। বিছা

গাছের পাতার সাথে এমন ভাবে বিছাটা মিশে আছে যে আলাদা করে তাকে দেখায় যায় না।
১৫। গঙ্গাফড়িং

গঙ্গাফড়িংটি এমন ভাবে বসে আছে মনে হচ্ছে একটি ফুল।
১৬। সাপ

সাপটি নিজেকে বালির সাথে একাকার করে রেখেছে।
১৭। অক্টপাশ

পানির নিজের বালির সাথে নিজের গায়ের রং মিলিয়ে নিয়ে প্রায় অদৃশ্য হয়ে গেছে।
১৮। সিংহ

শুকনো নলখাগড়া জাতীয় ঘাস বনে নিজেকে লুকিয়ে রেখেছে সিংহটি।
No comments

Followers

PaidVerts