আমাদের খুব সাধারন একটি ধারনা যে স্কাইপ, ইয়াহু ইত্যাদি মেসেঞ্জার গুলোই হল সব থেকে ভালো চ্যাটিং সফটওয়ার। কিন্তু আপনাদের হয়তো অনেকেই সমস্যায় পরেছেন যখন দেখেছেন যে আপনার প্রিয় সফটওয়ারটি গ্রুপ ভিডিও চ্যাট করার সু্যোগটি ফ্রি তে করার কোন উপায়-ই রাখেনি। গ্রুপ চ্যাট করতে গেলেই টাকা চেয়ে বসছে স্কাইপ বা ইয়াহু। আর যারা দেশের বাইরে থাকেন তাদের অনেকেই চান প্রিয়জনদের একসাথে নিয়ে কথা বলতে, দেখতে।
Download
আজ এরকম কিছু বন্ধুর জন্যই নিয়ে এসেছি ওভো। এটি আপনাকে খুব সহজেই আপনার প্রিয়জনদের একসাথে দেখার ও কথা বলার সু্যোগ করে দিবে। এমনকি একসাথে বিশ জন কথা বলার সুযোগ দেবে আপনাকে। খুব সহজ ব্যবহার আর ভালো পারফরমান্স এর জন্য ওভো দুনিয়া জুড়ে বিখ্যাত। একবার ট্রাই করে দেখলে একশত ভাগ নিশ্চিত যে লাভবান হবেন। হয়তো স্কাইপ বা ইয়াহু থেকেও ভালো লাগবে আপনার। ম্যাক, উইন্ডোস এবং মোবাইল এও চালাতে পারবেন। ডাউনলোড করতে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করুন আর পরিবার, বন্ধু সবার সাথে একত্রে আনন্দ করুন।
0 comments:
Post a Comment