+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Thursday, December 13

কম্পিউটার পাচ্ছে আলোর গতি >>>>>>------------!!!!

04:16

Share it Please


মুঠোফোন ও ল্যাপটপে ছোট আকারের দ্রুতগতির প্রসেসর ব্যবহার করায় এ পণ্যগুলো দিন দিন হালকা-পাতলা হয়ে যাচ্ছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক)-এর গবেষকেরা জানিয়েছেন, প্রসেসর তৈরির ক্ষেত্রে আলোক
রশ্মি ব্যবহারে প্রসেসরের আকার আরও ছোটো করা সম্ভব এবং প্রসেসরের গতি কয়েকগুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
ক্যালটেকের গবেষকেরা আলোক পদ্ধতির প্রসেসর তৈরি প্রসঙ্গে জানিয়েছেন, তামার তারের মধ্য দিয়ে বৈদ্যুতিক তরঙ্গের চেয়ে আলো বেশি তথ্য কার্যকর উপায়ে বহন করতে পারে। আমরা প্রসেসর তৈরির ক্ষেত্রে অপটিক্স বা আলোক পদ্ধতি ব্যবহার করতে যাচ্ছি।
নেচার ফটোনিক্স সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে অপটিক্যাল কেবলের মাধ্যমে ইন্টারনেটে দ্রুতগতিতে তথ্য স্থানান্তরিত হচ্ছে। আমাদের তথ্যের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে আমাদের যোগাযোগ প্রযুক্তি ও তথ্য ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন। আলোক পদ্ধতি ব্যবহার করে অপটিক্যাল ফাইবারে বেশি তথ্য আদান-প্রদান করা যাবে এবং ব্যান্ডউইথ বাড়ানো সম্ভব হবে।
গবেষকেরা জানিয়েছেন, ক্ষুদ্র একটি স্থানে আলো নিয়ন্ত্রণ করার পদ্ধতির মাধ্যমে প্রসেসর তৈরি করা হলে প্রসেসরের গতি দ্রুত হবে পাশাপাশি এতে বিদ্যুত্ খরচ হবে কম।
গবেষকেরা সেমিকন্ডাক্টার চিপের ওপর এ ধরনের একটি প্রসেসর তৈরি করেছেন। গবেষকেরা আশা করছেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে নতুন প্রসেসর যুক্ত করতে পারবেন তাঁরা।

0 comments:

Post a Comment

Blog Archive

Followers

PaidVerts