আমি যেই সফটওয়ারটা আজকে শেয়ার করবো তা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল ফোল্ডারের আইকন একসাথে এক ক্লিকে পরিবতর্ন করতে পারবেন। এমনেতেই ম্যানুয়ালি করতে প্রচুর সময় লাগে কিন্তু এইভাবে আপনার এক ক্লিকেই সব কাজ শেষ। তবে সমস্যা হচ্ছে এইটা শুধুউইন্ডোজ এক্সপির জন্য ৭ এ কাজ করবে কিনা জানি না, চেষ্টা করে দেখতে পারেন।
প্রথমেই এইখানে থেকে ডাউনলোড করে নেন।
- আর আইকন কোথায় পাবেন? আপনি নিজে বানাতে পারেন বা ডাউনলোড করতে পারেন। ভাল কোয়ালিটির আইকন পাবেন। Icon Finder এ।
0 comments:
Post a Comment