+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Sunday, December 30

অনলাইন রেডিও এবং টিভির জন্য সফটওয়্যার.........

ইন্টারনেট টিভি দেখতে সাধারণত টিভি চ্যানেলের অফিসিয়াল বা নির্দিষ্ট কোন ওয়েব সাইট থেকে দেখতে হয় আর রেডিও ক্ষেত্রেও একই পদ্ধতি। ফলে উক্ত অনুষ্ঠান কম্পিউটারে সেভ করা যায় না। তবে একটি রেডিও/টিভি প্লোয়ার দ্বারাই যদি ইন্টারনেট টিভি দেখা এবং রেডিও শোনা যায় এবং রেডিও এর অনুষ্ঠান রেকর্ড করা যায় তাহলে কেমন হয়! এমনই রেডিও/টিভি প্লেয়ার হচ্ছে ‘স্কাই-টাচ নেট প্লেয়ার’। এতে রেডিও টুডে এবং রেডিও ফুর্তিসহ অনলাইনে প্রচারিত হওয়ার দেশ বিদেশের ৬০টিরও বেশী রেডিও চ্যানেল শুনতে এবং রেকর্ড করতে পারবেন। এই সফটওয়্যারটি সয়ংক্রিয় আপডেটিং সিস্টেম থাকার ফলে স্কাই-টাচ নেট প্লেয়ার এর সার্ভারে নতুন চ্যানেল যুক্ত করলে প্লেয়ারেও তা সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। প্লেয়ারে আলাদাভাবে চ্যানেল যুক্ত করা বা নতুন সফটওয়্যার ডাউনলোড করার ঝামেলা নেই। মাত্র ২.১৭ মেগাবাইটের ফ্রিওয়্যার 
 
1 comment

Saturday, December 29

বাংলা ডিকশনারী ডাউনলোড করে নিন````

ডিকশনারী একটি অতি গুরুত্ব্পূর্ণ জিনিশ যা সবসময় ই দরকার হয়। ফ্রী ডিকশনারী হয় আনেক ভারি বা ট্রায়াল ভার্সন।
আজকে আপনাদের যে ডিকশনারী টির কথা বলবো এটি মাত্র ২.৫ মেগাবাইট আর তাই সভাবতই এটির  ব্যবহার ও খুব সহজ আর দ্রুত। শুধু তাই নয় আর শাথে আপনি বিল্ট-ইন ভাবে ই পাবেন সম্পূ্র্ণ "কুরআন শরিফ" ইংরেজী ও বাংলা অর্থ সহ। 


No comments

Friday, December 28

ডাউনলোড করুন বিশ্বের সেরা পাওয়ারফুল ডাউনলোড ম্যানেজার একদম ফ্রি !!!!!!

আজ আমি সেরা পাওয়ারফুল ডাউনলোড ম্যানেজার নিয়ে বলব এবং একেবারে ফ্রি ডাউনলোড করতে পারবেন তো চলোন শুরু করি।
আর ডাউনলোড ম্যানেজারটি লেটেষ্ট এবং ফুল ভারসন  Size: 3.4 MB


IDM Internet Download Manager

ডাউনলোড ম্যানেজারের কথা আসলে আমরা সবাই মনে মনে প্রথম আনব IDM কে কারন হল IDM এখন পর্যন্ত বিশ্ব সেরা ডাউনলোড ম্যানেজার।
 

File Download



No comments

লাইভ টিভি দেখুন আপনার এন্ড্রয়েড v/s অন্যান্য মোবাইল এ


লাইভ টিভি দেখতে কে না চায়। আর তাই আপনাদের জন্য নিয়ে এলাম অ্যাড ফ্রী, রেজিস্ট্রেশান ফ্রী,টোটাল ফ্রী একটা অ্যাপ।একটা কথা আপনার মোবাইল এ ১৪-১৫ kBps স্পীড থাকেই আপনি কোন রকম বাফারিং ছাড়াই দেখতে পারবেন লাইভ টিভি ।                                                        
                                                        Image

এন্ড্রয়েড ডিভাইস এর জন্য ডাউনলোড লিঙ্ক
                       Image

            অন্যান্য ইউজার এই লিঙ্ক চেক করেন ।
  যে যে চ্যানেল থাকছে তার কয়েকটা নিচে উল্লেখ করলাম।
Image           
  •  9XM
  • 9X tashan
  • Animal planet
  • Abp maza
  • AXN
  • Aajtak
  • Aajtak
  • B4U music
  •  B4u Movies
  • BBC (alt)
  • Channel s
  • Cartoon Network
  • Bindass
  • Discovery
  • ETV BANGLA
  • Filmy
  • Firangi
  • Delhi aajtak
  • Life OK
  • Music india
  • Sangeet Bangla
  • Headlines Today
  • Dhoom cinema
  • SUB tv
  • TEN SPORTS
No comments

ডাউনলোড করুন Internet Download manager এর সর্বশেষ ভার্সন


এটি সম্পর্কে নতুন কোন কিছু বলার নাই। Internet Download manager এর মত ডাউনলোডার পৃথিবীতে আর একটাও নেই।  তারপরও যারা নতুন তাদের জন্য বলছি... Internet Download manager এমন একটি ডাউনলোডার যা ব্যবহার করে যেকোন ওয়েব সাইট থেকে অডিও, ভিডিও, সফটওয়্যার, গেম, মুভি সহ আরও প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন সহজেই! এবং আপনার ফাইল ডাউনলোড করার গতিকে করবে আরো গতিময়।তাই দেরি না করে ঝটপট নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। 
Image

এটি প্রি-এক্টিভেট, তাই কোন সিরিয়াল, প্যাচ এর কোন প্রয়োজন নেই। আপনার যদি পূর্বে Internet Download manager এর অন্য কোন ভার্সন ইন্সটল করা থাকে, তাহলে সেটি আন-ইন্সটল করে নিন।তারপর সাধারন নিয়মেই সেটাপ দিন।আর শুরু করে দিন ডাউনলোড করা।
No comments

Thursday, December 27

আপনার ডেক্সটপ এ যদি মাছি দেখা যাই কি করবেন!

আচ্ছা যদি আপনার ডেক্সটপ এ মাছির আক্রমণ দেখা যাই তাহলে কেমন লাগবে? অন্নকে আপনি চমকে দিতে পারবেন। কি পারবেন না ???????
আর দেরি না করে এখনই ডাউনলোড করে নিন সেই মাছি গুলীকে
আর দেখুন কেমন মজা .....আর দেরি না করে এখনই ডাউনলোড করে নিন


তেলাপোকা

আপনি যদি চান আপনার অথবা অন্য কারও ডেক্সটপে এক ঝাঁক তেলাপোকা হেঁটে বেড়াক, তাহলে নিচ থেকে ডাউনলোড করুন।


 লেডি বাগ

আপনি যদি চান আপনার অথবা অন্য কারও ডেক্সটপে এক ঝাঁক সুন্দরী ঘুরুক,তাহলে নিচ থেকে ডাউনলোড করুন।



No comments

Download করুন 7-Zip 9.30 Alpha.....!!

আজ আমি আপনাদের সামনে 7-Zip এর Latest Version নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই হয়ত এটি ব্যবহার ও করেছেন বা এখনও করছেন। এটি একটি File Compress এবং Extract করার Free Software. আমরা বেশির ভাগ User Winrar/Winzip/Peazip ইত্যাদি Software ব্যবহার করে থাকি,

7-Zip এরকিছুসুবিধা:

1.winrar/winzip দিয়ে file compress করলে কোন একটি file এর memory যে পরিমান কমানো যায় 7-zip দিয়ে তার চেয়েও বেশি memory কমানো যায়।
 2.winrar এর নিজস্ব format হল .rar আর winzip এর নিজস্ব format হল .zipx winrar/winzip এর নিজস্ব format এ compress করলে কিছু দিন পরে বেশির ভাগ compress করা fileই নষ্ট হয়ে যায় but 7-zip এর নিজস্ব format মানে .7z তে file copmpress করলে তা অনেক দিন পরও নষ্ট হয় না।
3.7-zip winrar/winzip এর তুলনায় ব্যবহার করা আরও সহজ।
4.7-zip winzip/winrar তুলনায় fast কাজ করে।
5.winrar/winzip দিয়ে যে ধরনের format এর compress করা file খোলা যায় 7-zip দিয়ে সেই format গুলো তো খোলা যায়ই এছাড়াও .dll, কিছু কিছু .exe, microsoft office এর .docx, কিছু কিছু .msi ইত্যাদি আরও অনেক format খোলা যায়।



No comments

Monday, December 24

ফেইসবুকে চ্যাট করুন রঙিন বর্ণ দিয়ে

আমরা অনেক সময় ফেইসবুকে চ্যাট করার সময় বিভিন্ন ধরনের কোডিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি কিন্তু আজকে আমি আপনাদের একটি নতুন জিনিস দেখাব যা দিয়ে আপনি আপনার বন্ধুর সাথে চ্যাট করে তাকে চমকে দিতে পারবেন।

নিচে সব ইংরেজী বর্ণের কোডিং গুলো দেওয়া হল।
[[f9.cha]] =a
[[f9.chb]] =b
[[f9.chc]] =c
[[f9.chd]] =d
[[f9.che]] =e
[[f9.chf]] =f
[[f9.chg]] =g
[[f9.chh]] =h
[[f9.chi]] =i
[[f9.chj]] =j
[[f9.chk]] =k
[[f9.chl]] =l
[[f9.chm]] =m
[[f9.chn]] =n
[[f9.cho]] =o
[[f9.chp]] =p
[[f9.chq]] =q
[[f9.chr]] =r
[[f9.chs]] =s
[[f9.cht]] =t
[[f9.chu]] =u
[[f9.chv]] =v
[[f9.chw]] =w
[[f9.chx]] =x
[[f9.chy]] =y
[[f9.chz]] =z
No comments

নিজেই তৈরি করুন মজার এনিমেশন

অনেকেই ছোট ছোট এনিমেশন বা জিফ gif ফাইল দেখেন আর হাসতে থাকেন।এখন থেকে আপনিও তৈরি করুন নিজের এনিমেশন।খুব সহজেই পূর্বের কোন অভিজ্ঞতা ছাড়াই পারবেন।মাত্র 404 kb size.এইটা মূলত কাজ করে কার্টুন মেকারের মত।
 সফটওয়্যার টি ইন্সটল করার পর দেখতে পাবেন এইখানে কিছু এনিমেশন ফিগার দেওয়া আছে এবং ফিগারে অনেক গুলো পয়েন্টার আছে যা দিয়ে আপনি সহজে মুভ করে সিন অ্যাড করতে পারবেন।স্পেস বারে চেপে চেপে সিন অ্যাড করুন আর প্লে বাটনের সাহায্যে সাথে সাথে প্লে করে দেখতে পারেন কেমন হয়েছে।আপনার কাজগুলো বিভিন্ন ফরমেটে সেভ করতে পারবেন। 

No comments

ইন্টারনেট ব্রাউজ করুন পিসি সুইট বা অন্য কোন সফ্টওয়ার ছাড়াই ..


আমরা যারা মোবাইল কে মডেম বানিয়ে পিসিতে নেট ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বেশির ভাগই PC Suite ব্যবহার করে থাকি। কিন্তু এটি আমরা আমাদের মোবাইল এর সাহায্যে ও খুব সহযে করতে পারি।    

Dial up করে


যা করতে হবেঃ
১. আপনার মোবাইল ফোনের Setting>Connectivity>USB তে প্রবেশ করুন তারপর সেখান থেকে USB connection mode এ Connect pc to web সিলেক্ট করুন এবং Ask on connection থেকে No সিলেক্ট করুন।
২. Data Cable দিয়ে আপনার মোবাইল ফোন টি আপনার কম্পিউটারের সাথে Connect করুন, যখ্ন আপনার ফোন টি কম্পিউটারের সাথে সঠিক ভাবে Connected হবে তখন আপনার কম্পিউটারটিতে নকিয়ার একটা Connection Manager সেট আপ হবে আর আপনি ওটা দিয়ে মাত্র এক ক্লিকেই Dial up করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

No comments

Saturday, December 22

রিকোভার করুন পেনড্রাইভ ও মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া যেকোন ফাইল !!

আপনারা হয়তো অনেকেই জানেন পেনড্রাইভ , মেমোরি কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া যেকোন ফাইল ফিরিয়ে আনা সম্ভব !!  কিন্ত যারা জানেন্না তাদের           জন্য ......
বিলিভ ইট আর নট জীবনে যত ছবি , ভিডিও ডিলিট করছেন পেন ড্রাইভ থেকে সব ফিরিয়ে আনা সম্ভব :D

 নাম Memory Card Recovery অনলি ৯৮০ কেবি  এর সফটওয়্যারটি
                                                                       ডাউনলোড করুন এখান থেকে
No comments

কোনো সফটওয়্যার ছাড়া যেভাবে অডিও (mp3,wav,wma ect.) গানে ছবি যুক্ত করবেন।

আমরা অনেকেই ইন্টারনেট থেকে অডিও গান নামিয়ে (ডাউনলোড) করে থাকি। এক্ষেত্রে অনেকসময়ই গানের এ্যালবামের ছবি অডিও গানের মধ্যে থাকে না। এ্যালবামের ছবি অডিও গানের সৌন্দর্য্য বাড়ায়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে সাইট থেকে গানটি /এ্যালবামটি ডাউনলোড করেছেন সেটি যদি পপুলার সাইট হয় তবে ওই সাইটের লোগো গানের সাথে দিয়ে থাকে।
আবার আমরা অনেক সময় দোকান থেকে অরিজিনাল অডিও গানের এ্যালবাম কিনে থাকি। এক্ষেত্রে শুধুমাত্র সিডি/ডিভিডি পিসিতে লাগিয়ে চালালে তবেই এ্যালবামের ছবি অডিও গানে দেখতে পাই তবে গানগুলো কপি করে পিসিতে রাখলে আবার ছবিগুলো উধাও হয়ে যায়।

☺☺যা হোক আজকে আমি দেখাচ্ছি কিভাবে Windows Media Player এর সাহায্যে অডিও গানে ছবি সংযুক্ত/পরিবর্তন করবেন।

ধাপসমূহঃ
১। প্রথমে আপনার অডিও গানটি Windows Media Player এ চালু করুন যেটিতে আপনি ছবি লাগাতে চান।


এখানে আমি ডেমন হান্টার ব্যান্ড এর একটি জনপ্রিয় গান খুলেছি যেখানে দেখতে পাচ্ছেন যে
এ্যালবামের ছবির বদলে একটি ভুল ছবি বসানো আছে। (সর্ব ডানে উপরের দিকে)

২। এখন মিডিয়া প্লেয়ার এর প্লে-লিষ্ট থেকে গানটি সিলেক্ট করে মাউস এর ডান বাটনটি একবার চাপুন একটি পপ-আপ মেনু আসবে। সেখান থেকে Advanced Tag Editor কমান্ডে ক্লিক করুন।
☺একটি ডায়ালগ বক্স আসবে।
প্রথম থেকে বলছিঃ এখানে আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারবেন। 
Track Info অপশনে আপনি গানের তথ্য লিখতে পারেন। যেমন:
Title = এখানে আপনি গানের নামটি লিখবেন।
Genre = গানটি কি ধরণের তা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। যেমন : Hip-Hop, Metal, Dead Metal, Pop etc.
Subtitle = গানটির কোনো Subtitle থাকলে এখানে দিতে পারেন।
Mood = গানটি কিভাবে গাওয়া হয়েছে তা একানে নির্ধারণ করে দিতে পারেন।
Track Number = এ্যালবামে গানটির নাম্বার কত তা এখানে দিতে পারেন।
Beats Per Minute = গানটির বিট রেট কত তা যদি জানেন তবে এখানে লিখে দিতে পারেন।
Key = গানটির বৈশিষ্ট্য যদি জানেন তবে এখানে লিখতে পারেন।
Album = গানটির এ্যালবামের নামটি এখানে লিখবেন।
Original Album = গানের এ্যালবামটি যদি কয়েকটি খন্ডের হয় তবে আসল খন্ডের নাম এখানে লিখবেন। ;
Set = খন্ড নাম্বার লিখবেন এখানে।
Music Category Description = গানটির ধরণ কি রকম তা সর্ম্পকে আপনার নিজের কথা এখানে লিখতে পারবেন।
Language = গানটির ভাষা কি তা এখানে লিখতে পারেন।
ডায়ালগ বক্সটির পরবর্তী মেনু হচ্ছে Artist Info এখানে গানটির গায়ক /ব্যান্ড সম্পর্কে লিখতে পারেন।
ডায়ালগ বক্সটির পরবর্তী মেনু হচ্ছে Lyrics এখানে গানটির রিলিষ্ক বা গানের কথা লিখতে পারেন।
অডিও গানে ছবি সংযুক্ত করার জন্য আমাদেরকে Pictures মেনুতে যেতে হবে।

এখানে দেখা যাচ্ছে আগে থেকেই একটি ছবি সংযুক্ত করা আছে। এখন প্রথমে ডিলেট বাটনে ক্লিক করে বর্তমান ছবিটি ডিলেট করে এডড বাটনে ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।

এখান থেকে আপনার গানটির এ্যালবামের ছবি (আপনার ইচ্ছা মত ছবি দিতে পারেন) নির্বাচন / সিলেক্ট করে ওপেন কমান্ড এ ক্লিক করুন।আগের ডায়ালগ বক্সটিতে আপনার নতুন নির্বাচিত ছবিটি আসবে।


এখন Picture type অপশন থেকে ছবিটি কিসের তা সিলেক্ট করুন। (এটি অবশ্যই সিলেক্ট করতে হবে না হলে ছবিটি আসবে না।)
এরপর ওকে করে বেরিয়ে আসুন।
এখন মিডিয়া প্লেয়ার টি বন্ধ করে আবার ছাড়ুন (রিষ্টার্ট)।
এখন গানটি ছেড়ে দেখুন ছবিটি যুক্ত হয়েছে।
এখন যেকোন প্লেয়ার এ গানটি বাজান না কেন ছবিটি গানটির সাথেই থাকবে এবং মোবাইলে কপি করার পর ও মোবাইল প্লেয়ার এ গানের ছবিটি ভাসবে।

♀☺তবে সবচেয়ে গুর্রুত্বপূর্ণ বিষয় হল যে, আপনার সংযুক্ত ছবিটি অডিও গানের পরিমাণে প্রভাব ফেলবে। মানে গানটি যদি ৫ এম.বি সাইজের হয় এবং আপনার ছবিটির সাইজ যদি ৫০০কেবি হয় তবে ছবিটি সংযুক্ত করার পর আপনার গানের সাইজ হবে ৫.৫০এমবি।
এই পদ্ধতিটি উইন্ডোজ এক্স.পি’র উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ৯ এর জন্য।



No comments

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন এক ক্লিকেই


ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায় খুবই সহজ একটি পদ্ধতিতে। এজন্য প্রথমে এই লিংক থেকে RecFree টুলবারটি নামিয়ে নিন এবং সেটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
এরপর ব্রাউজার খুলে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন এবং টুলবারের Save As Video বাটনটিতে ক্লিক করুন। তারপর কোথায় সেভ করতে চান তা নির্ধারন করে দিলে ভিডিওটি MP4 ফরম্যাটে ডাউনলোড হবে। টুলবারটি দিয়ে MP4 এর পাশাপাশি MP3 ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন। এটি IE, Firefox দুটিই সমর্থন করে।
No comments

অপেরা মিনি এর কিছু টিপস জেনে নিন


১। অপেরা দিয়ে ছবি আপলোডঃ

সাধারণত অপেরা মিনি দিয়ে খুব সহজে ছবি আপলোড করতে গেলে দেখায় "an error occured while uploading your file"
ফলে ছবি আপলোড হয়না ।
অপেরা মিনি থেকে অতি সহজে ফাইল আপলোড করা যায় ।
নিচের নিয়মাবলি অনুসরন করুনঃ
প্রথমে আপনার মোবাইলের Opera Mini ওপেন করুন ।
এরপর Opera Mini এর অ্যাড্রেসবারে opera:config লিখুন (www.ছাড়া)
এবার ৩ নম্বর অপশন এ দেখুন "loading timeout" লেখা আছে সেখানে 3600 সিলেক্ট করে সেইভ করুন ।
আপনার কাজ শেষ,এখন দেখবেন আপলোড করা কত সহজ।
২।অপেরা মিনি দিয়ে বাংলা দেখুনঃ
অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config (www. ছাড়া লিখতে হবে)
কিছুক্ষন অপেক্ষা করুন কিছু অপশন আসবে । সবার শেষে যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts)
এখানে yes করে দিন। এবার save এ ক্লিক করুন ।
বার দেখুন, মোবাইলে বাংলা সাইট আসে কি না ।

৩।
যে কোনো মোবাইল দিয়ে বাংলা লিখতে বাংলা রাইটেবল অপেরা মিনি"একুশে অপেরা মিনি
Ekushe Opera Mini 1.1.0
বাংলা রাইটএবল অপেরা মিনিতে আপনাকে স্বাগতম
কিছু জাভা সমর্থিত সেলফোনে বাংলা ফন্ট দেখা যায় কিন্তু বাংলায় লেখা যায় না । তাদের এ সমস্যা সমাধানের জন্য এবং সরাসরি বাংলা ভাষায় ইমেইল ব্যাবহার করা, ফেইসবুকে বাংলায় পোস্ট করা এবং মেসেজ পাঠানোর জন্য আমি অপেরা মিনিতে বাংলা লেখার পদ্ধতি যুক্ত করেছি । এখানে খুব সহজেই আপনি বাংলা লিখতে পারবেন । এই সফটওয়ারটি পেয়ে যদি যদি আপনা উপকার হয় তাহলে আমাদেরকে post গুলো নিয়মিত পড়ুন-
যেভাবে বাংলা লিখবেন
বাংলা লেখার জন্য যে কোন ইনপুট বক্সে ক্লিক করবেন । যেমন: Facebook এ বাংলায় পোস্ট করতে ইনপুট বক্সে ক্লিক করে "Menu > ইনপুট ভাষা বাছুন > বাংলা ভাষা " সিলেক্ট করতে হবে । নিচের ছবি থেকে আরোও ভাল করে দেখে নিন
এখানে সিম্বলের জন্য ও কারের জন্য 1 চাপুন, স্পেস দিতে 0 চাপুন, যুক্ত অক্ষরের জন্য একটি অক্ষর টাইপ করে দুইবার 0 চেপে অপর অক্ষরটি টাইপ করতে হবে ।
NEW VERSION এ দুইভাবে বাংলা লেখা যাবে । সধারনভাবে ও উচ্চারন অনুশারে । উচ্চারন অনুশারে লিখতে "Menu > Tools > Settings > Text" এ গিয়ে "উচ্চারন অনুশারে বাংলা লিখুন" নামক অপশানটি সিলেক্ট করে Save করবেন । আশা করছি NEW VERSION সব ফোনে কাজ করবে । সধারনভাবে বাংলা লিখতে সমস্যা হলে "উচ্চারন অনুশারে বাংলা লিখুন" নামক অপশানটি অন করে অবশ্যই বাংলা লিখতে পারবেন । নিচের link এ ডাউনলোড করুন।।.
এখন অপেরা মিনি দিয়ে বাংলা লিখা যায় । বাংলা লেখার জন্য অপেরা মিনি বাংলা রাইটএবল ব্যবহার করতে হয় ।
অপেরা মিনি বাংলা রাইটএবল ডাউনলোড দেওয়ার লিঙ্ক হচ্ছে http://www.mediafire.com/?pp09fbi8dc97967

No comments

সব ফোল্ডার আইকন বদলে ফেলুন আপনার পচন্দমত


আমি যেই সফটওয়ারটা আজকে শেয়ার করবো তা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল ফোল্ডারের আইকন একসাথে এক ক্লিকে পরিবতর্ন করতে পারবেন। এমনেতেই ম্যানুয়ালি করতে প্রচুর সময় লাগে কিন্তু  এইভাবে আপনার এক ক্লিকেই সব কাজ শেষ। তবে সমস্যা হচ্ছে এইটা শুধুউইন্ডোজ এক্সপির জন্য  এ কাজ করবে কিনা জানি না, চেষ্টা করে দেখতে পারেন।
প্রথমেই এইখানে থেকে ডাউনলোড করে নেন।
এর পরে ইনিস্ট করুন। ইনিস্টল হলে অপেন করুন অপেন হলে উপরের মত করে সফটওয়ারটি আসবে। এইবার টিক চিন্হটি তুলে দিন। আপনার ফোল্ডার আ‌ইকনটি ব্রাউজ করে দিন। এইবার ওকে কাজ শেষ। আর যদি সফটওয়ারের সাথে থাকা আইকন গুলো পছন্দ হয় তবে ঐইটার উপর ক্লিক করে ওকে দিন। কাজ শেষ।
  • আর আইকন কোথায় পাবেন? আপনি নিজে বানাতে পারেন বা ডাউনলোড করতে পারেন। ভাল কোয়ালিটির আইকন পাবেন। Icon Finder  এ।

No comments

Friday, December 21

সফটওয়্যার ছাড়া নেট শেয়ার করুন

আমরা অনেকেই pc বা Laptop থেকে WiFi দিয়ে নেট শেয়ার করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যাবহার করে থাকি । কিন্তু এইসকল সফটওয়্যার এর অনেক সিমাবদ্ধতা থাকে, তাছাড়া install করার সময়-ও অনেক ঝামেলা পোহাতে হয় । তাই আজ আমি সফটওয়্যার ছাড়া কিভাবে নেট শেয়ার করা যায় তাই দেখাব । এই প্রক্রিয়াটি Windows 7 এর জন্য ।



প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার PC বা laptop এ .Net Framework 4.0 install করে নিন


Windows 7


  1. Open the Start Menu.
  1. Click Control Panel.
  1. Click Network and Internet.
  1. Click Network and Sharing Center.
  1. Under Change your networking settings, click Set up a new connection or network.
  1. Select Set up a wireless ad hoc (computer-to-computer) network.
  1. Click on Next twice.
  1. Enter the Network name such as “LogicNetwork“.
  1. Select the Security WAP (or WEP).
  1. Enter the Security key or password.
  1. Check Save this network check box.
  1. Click Turn on Internet connection sharing.

এইবার আপনার WiFi enabled device দিয়ে শেয়ার করা নেট ব্যাবহার করুন কোনরকম সিমাবদ্ধতা ছাড়া
No comments

Thursday, December 20

Java এবং symbian mobile দিয়ে Pdf file পড়ুন খুব সহজে full version

আমরা  Pc তে অনেক Pdf ফাইল  পড়ি। এর জন্য অনেক software রয়েছে। যেমন Adobe reader,Foxit reader ইত্যাদি। কিন্তু  Symbian এবং java  মোবাইল এর জন্য adobe pdf ছাড়া বিকল্প নাই।আবার বেশি সাইজ এর  Pdf  হলে পড়তে অনেক সমস্যা হ্য়।অনেক সময় পড়াও যায় না। তাই আপনাদের জন্য একটা দারুণ Pdf software নিয়ে আসলাম । Pdf  ফাইল এর সাইজ যত বড় হোক পড়তে কোন সমস্যা হবেনা। নিচের লিংক থেকে ফাইল টি ডাউনলোড করে নিন |


No comments

পুরো কোরআন ডাউনলোড করুন এম পি থ্র হাই অডিও ফরম্যাট এ

কোরআন ডাউনলোড করুন.

অনেকেই কোরআন এর মিষ্টি তেলয়ায়ত শুনতে পছন্দ করেন কিন্তূ ভাল তেলয়াতকারী বা অডিও ফরম্যাট ভাল না হওয়ার কারনে তা শুনে মন ভরেনা।তাই আজকে আপনাদেরকে পুরো কোরআন ডাউনলোড করার একটি উৎস দিব।অনেক ই হয়ত ভাবছেন পুরো কোরআন ডাউনলোড কি একটি এম পি থ্রি তে হবে? না।।এখানে পার্ট বাই পার্ট প্রতিটি সুরা দেওয়া আছে যা ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ।ক্লিক করার সাথে সাথে ডাউনলোড।মোট ১১৪ টি সূরা যার প্রতিটি ই এম পি থ্র হাই অডিও ফরম্যাট এ।ভাবছেন তেলয়াতকারী কে?তিনি আর কেও নন তিনি শেখ মিশরী রশিদ আল আলাফসি।যার তেলয়ায়ত শুনে মসজিদের অনেক মুসল্লি ই কাদে।ইচ্ছা করলে ইউটিউব এ দেখতে পারেন।এর পাশাপাশি আপনি আযানের ক্লিপ টিও পাবেন।আজান শুনে দেখেন মন ভরে যাবে।
No comments

Android এর জন্য জটিল একটা সফটওয়্যার Android Assistant {fully Updated}


android ফোন ব্যাবহার করেন আর Android Assistant রাখবেন না এইটা কেমনে হয়। সফট এর সাইজ ছোট কিন্তু কাজ গুলা কিন্তু মারাত্মক আপনি সহজেই অ্যাপ ব্যাকআপ নিতে পারবেন {google play store} থেকে নামানো সফট গেম লাইভ ওয়ালপেপার সহ ফোন এ অফিসিয়াল অ্যাপ সহ android Assistant দ্বারা ব্যাকআপ নেয়া যায় এবং আপ্পস ফোন মেমোরি থেকে এস ডি কার্ড বা মেমোরি কার্ড {internal memory} তে মুভ করা যায়
1. APPS টি ফ্রী download করুন

২। ইন্সটল করুন
৩। ওপেন করুন
৪। টুলস এ যান
৫। একদম নিচে দেখবেন app backup & restore
৬। app backup & restore ওপেন করুন
৭। একটু  অপেক্ষা করুন আপনার অ্যাপ গুলু লোড হতে দিন
৮। এইবার আপনি যে যে এপ্পস গুলা ব্যাকআপ নিতে চান তা মার্ক করে ব্যাকআপ এ প্রেস করুন জাস্ট একটু ওয়েট করুন
৯ কাজ শেষ হলে android assistant Close করে  file manager থেকে {ফোন মেমোরি} তে যান { মেমোরি কার্ড এ না }  এ যান দেখবেন androidassistant_appbackup নামে একটি Folder হয়েছে ওই আপ্পস গুলা এই ফোল্ডার এই পাবেন
                                                             Free Download                                  
No comments

আপনার কম্পিউটার সুপার ফাস্ট করুন SuperRam দিয়ে।১০০% কার্যকরী।

আজ এমন সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব সফটওয়্যার আর নামঃSuperRam 6.এই সফটওয়্যার আপনার কম্পিউটারের গতি নিয়ন্ত্রণ করে। আপনার কম্পিউটারে মেমরি পরিচালনার মাধ্যমে দ্রুত সঞ্চালন করে।অনেক সময় দেখবেন আপনার কম্পিউটার হ্যাংগ করে তা কিসের কারনে Ram এর কারনে।আবার অনেক সময় গেম চালাতে গিয়ে পিসি হ্যাংগ করে। উইন্ডোজের মধ্যে এই পরিবর্তনের প্রোগ্রাম এবং গেম দ্রুত চালাতে সক্ষম করে এই সফটওয়্যার এর মাধ্যমে।এর সাহায্যে SuperRam আপনার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে রান নির্ণয় যায়। SuperRam এর সেটিংস আপনি স্বাধীনভাবে করতে পারবেন। SuperRam এর সাহায্যে আপনার কম্পিউটারের প্রসেসর কত ব্যবহার হচ্ছে কত মেমরি ব্যবহার হচ্ছে তা দেখিয়ে দেয়।

screen Shot:


 এর বৈশিষ্ট্য: -
         
  1. SuperRam কম্পিউটার মেমরি সেরা অনুকূল যা সহজ এ ব্যবহার করা যায়।
  2. যুক্তিসঙ্গত মান সিস্টেম স্থিতিশীলতা বজায় রাখে এবং ব্যাকগ্রাউন্ডের কাজ করে.
  3. কম্পিউটার মেমরি উপলব্ধ সিস্টেম প্রদর্শিত মধ্যে ভিসুয়াল উপস্থাপনা করে।
  4. সেটিংস এবং আপনার পছন্দ বাছাই সম্পূর্ণ স্বনির্ধারিত করে।
  5. সহজ এবং স্বজ্ঞাত ইউজার ইন্টারফেস, যা বাস্তব সময়ের মেমরি অপ্টিমাইজেশান সঞ্চালিত করে।



                                                     Download From mediafire
No comments

Blog Archive

Followers

PaidVerts