+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Friday, April 5

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ইউজার .................!

06:01

Share it Please
















সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ইউজার এখন ৮০০ মিলিয়নেরও বেশি। তাদের সদস্য এখন এতই বেশি যে, ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই তাদের হিসাব মেলাতে পারে না। তাই কখনোই তারা ইউজার সংখ্যা, পোস্ট বা ছবির সংখ্যার কোনো হিসাব প্রকাশ করে না। সম্প্রতি কয়েকটি গবেষণা সংস্থার জরিপ একত্রিত করে জানা গেছে ফেসবুকের কিছু মজার তথ্য। জানা গেছে, যদি ফেসবুকে আপডেট হওয়া ইউজার পোস্ট প্রতিবছর অ্যানুয়াল রিপোর্ট আকারে প্রিন্ট ভার্সনে প্রকাশ করা হয় তাহলে সাড়ে ১১ বিলিয়ন অ-৪ সাইজের কাগজ লাগবে এক বছরের পোস্ট প্রকাশের জন্য। আর সে কাগজের জোগান দিতে এক বছরেই প্রায় বৃক্ষহীন হয়ে যেত আমাদের বিশ্ব! আবার সেই পোস্টগুলো যদি কেউ পড়তে চায় তাহলে প্রতি পেইজ পড়তে সময় লাগবে তিন মিনিট। সে হিসেবে পুরো সাড়ে ১১ বিলিয়ন পেইজ পড়তে সময় লাগবে ৫৭২ মিলিয়ন ঘণ্টা। এখন মনে কৌতূহল জাগতে পারে, সাড়ে ১১ বিলিয়ন অ-৪ কাগজ ঠিক কতটুকু হতে পারে। সে হিসাবও দিয়েছেন আইটি গবেষকরা। তারা জানিয়েছেন, সাড়ে ১১ বিলিয়ন অ-৪ কাগজ দিয়ে পাঁচ লাখ 'অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি' বানানো যায়! আরও জানা গেছে, প্রতিবছর প্রায় ২৯২ বিলিয়ন পোস্ট আপডেট হয় ফেসবুকে। আর ছবি আপলোড করা হয় প্রতিদিন প্রায় ২৫০ মিলিয়ন। ফেসবুকে ৬২ শতাংশ ইউজার প্রতিদিন তাদের স্ট্যাটাস আপডেট করে।

0 comments:

Post a Comment

Followers

PaidVerts