+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Thursday, April 25

গুগল_ক্রোমের_কিছু_প্রয়োজনীয়_কৌশল

মরা চাইলে গুগল ক্রোমের বাড়তি কোনো এক্সটেনশন ইনস্টল না করে ক্রোম থেকে আরও কিছু সুবিধা আদায় করতে পারি বা করা যায়।
ওয়েবপেজের পিডিএফ:
গুগল ক্রোমে আগে থেকেই নিজস্ব পিডিএফ রাইটার সুবিধা থাকায় যেকোনো ওয়েবপেজ রাখা যায় পিডিএফ ফাইল আকারে। 
এ জন্য Ctrl+P চেপে প্রিন্ট উইন্ডো থেকে প্রিন্টার হিসেবে Save as PDF নির্বাচন করতে হবে।

নির্বাচিত হিস্ট্রি মোছা:
গুগল ক্রোমের হিস্ট্রিতে আগে দেখা সব কটি সাইটের ঠিকানা নির্বাচন করার কোনো বোতাম নেই। তবে তালিকার প্রথমটি বাঁয়ের চেকবক্সে টিক দিয়ে কি-বোর্ডের শিফট কি ধরে একেবারে নিচের চেকবক্সটি টিক দিলে সব কটি নির্বাচন করা যাবে। তারপর রিমুভ সিলেক্টেড আইটেম বোতামে ক্লিক করে মুছে দেওয়া যাবে অথবা একটা একটা করেও মোছা যাবে। ব্রাউজারে ওয়েব ঠিকানা লেখার ঘরে chrome://history লিখে এন্টার করে হিস্ট্রিতে ঢোকা যায়।
গতি বাড়ানো:
টানা কয়েক ঘণ্টা গুগল ক্রোম ব্যবহার করলে এর গতি কিছুটা ধীর হতে পারে। এ ক্ষেত্রে সহজ সমাধান হলো ব্রাউজারটি বন্ধ করে পুনরায় চালু করা। বাজেভাবে তৈরি কিছু এক্সটেনশনও এর কারণ হতে পারে। এটা জানা যাবে ব্রাউজারের মেনুতে ক্লিক করে Tools>Tasks Manager-এ গিয়ে। ব্রাউজারের টাস্ক ম্যানেজার থেকে বেশি মেমোরি খরচ করছে এমন ওয়েবসাইট বা এক্সটেনশনটি বাছাই করে End Process-এ ক্লিক করুন।

মিডিয়া প্লেয়ার হিসেবে ব্যবহার:
যেকোনো অডিও, ভিডিও, ছবি, টেক্সট ফাইল এমনকি পিডিএফ ডকুমেন্টও ডেস্কটপ থেকে মাউসের সাহায্যে টেনে (ড্র্যাগ) ব্রাউজারে ছেড়ে দিয়ে দেখুন, সব ফাইল কাজ করছে। কোনো ধরনের বিশেষায়িত সফটওয়্যার ছাড়াই ভিডিও এবং ছবি দেখুন গুগল ক্রোমে।
অনেক বুকমার্কস একত্রে:
ব্রাউজারের বুকমার্কস টুলবারে যদি অনেকগুলো সাইটের তালিকা যুক্ত করতে চান, তাহলে বর্তমানে থাকা যেকোনো বুকমার্কসে ডান ক্লিক করে এডিট নির্বাচন করুন। তারপর সবকিছু মুছে দিয়ে নামের ঘরটি খালি করে দিন। তখন ওয়েবসাইটের শুধু ফেভিকন আইকন টুলবারে দেখা যাবে।

No comments

Friday, April 5

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ইউজার .................!

















সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ইউজার এখন ৮০০ মিলিয়নেরও বেশি। তাদের সদস্য এখন এতই বেশি যে, ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই তাদের হিসাব মেলাতে পারে না। তাই কখনোই তারা ইউজার সংখ্যা, পোস্ট বা ছবির সংখ্যার কোনো হিসাব প্রকাশ করে না। সম্প্রতি কয়েকটি গবেষণা সংস্থার জরিপ একত্রিত করে জানা গেছে ফেসবুকের কিছু মজার তথ্য। জানা গেছে, যদি ফেসবুকে আপডেট হওয়া ইউজার পোস্ট প্রতিবছর অ্যানুয়াল রিপোর্ট আকারে প্রিন্ট ভার্সনে প্রকাশ করা হয় তাহলে সাড়ে ১১ বিলিয়ন অ-৪ সাইজের কাগজ লাগবে এক বছরের পোস্ট প্রকাশের জন্য। আর সে কাগজের জোগান দিতে এক বছরেই প্রায় বৃক্ষহীন হয়ে যেত আমাদের বিশ্ব! আবার সেই পোস্টগুলো যদি কেউ পড়তে চায় তাহলে প্রতি পেইজ পড়তে সময় লাগবে তিন মিনিট। সে হিসেবে পুরো সাড়ে ১১ বিলিয়ন পেইজ পড়তে সময় লাগবে ৫৭২ মিলিয়ন ঘণ্টা। এখন মনে কৌতূহল জাগতে পারে, সাড়ে ১১ বিলিয়ন অ-৪ কাগজ ঠিক কতটুকু হতে পারে। সে হিসাবও দিয়েছেন আইটি গবেষকরা। তারা জানিয়েছেন, সাড়ে ১১ বিলিয়ন অ-৪ কাগজ দিয়ে পাঁচ লাখ 'অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি' বানানো যায়! আরও জানা গেছে, প্রতিবছর প্রায় ২৯২ বিলিয়ন পোস্ট আপডেট হয় ফেসবুকে। আর ছবি আপলোড করা হয় প্রতিদিন প্রায় ২৫০ মিলিয়ন। ফেসবুকে ৬২ শতাংশ ইউজার প্রতিদিন তাদের স্ট্যাটাস আপডেট করে।
No comments

Wednesday, April 3

আঙ্গুলের ছাপের গুপ্ত রহস্য...........!


কুরআন এ আছে : মানুষ কি ভেবেছে আমি তার অস্থিসমুহ একত্র করতে পারব না? অবশ্যই আমি সক্ষম এমনকি তার আঙ্গুলের আগাকেও পূণরায় সৃষ্টি করতে। আজ থেকে চৌদ্দশত বছর আগের লোকেরা ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে খুব কম এ জানত। তবে কেন আল্লাহ কোরআন এ ফিঙ্গারপ্রিন্ট এর তুলনা দিয়েছেন? আসুন একটু দেখি।
১৮৭৫সালে জেন জিন্সেন নামক এক ইংলিশ বিজ্ঞানি আবিস্কার করেন যে আঙ্গুলের ছাপ একটি অসাধারন বিষয়। এর রেখার ধরন একটি আরেকটির চেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ আলাদা। এবং আপনি যা কিছু ছোঁবেন তাতেই আপনার আঙ্গুলের ছাপ বসে যাবে, এটা সবার ই জানা কথা তবে ১৪০০বছর আগের লোকেরা এ ব্যাপারে খুব কম এ জানতেন।
এই আঙ্গুলের আগার রেখার গঠন এবং গড়ন মাতৃগর্ভের প্রথম তিন মাসে হয়। এর অনেক ব্যাখ্যা রয়েছে, একটি হল মানুষের সকল  চারিত্রিক বৈশিষ্ট্য এই আঙ্গুলের ছাপে এনকোডেড রয়েছে। সুতরাং আমাদের পুনরুত্থান এর সময় আল্লাহ আমাদের শরীর পুরাপুরি ফিরিয়ে দিবেন এবং আমাদের বিচার করবেন, আর শুধু আঙ্গুলির মাথার ছাপ দিয়েই আমাদের সকল চারিত্রিক বৈশিষ্ট্য জানা সম্ভব। আঙ্গুলের আগা কে এক কথায় ডাটা ব্যাংক বলা জেতে পারে। নিশ্চয় ডিএনএ একটি অতি মূল্যবান আবিষ্কার।dna
ডিএনএ আবিকার হবার পর এই ধারনা বদলে গেছে যে কোষ তার অবস্থিত এলিমেন্ট নিয়ে একটি সাধারন সৃষ্টি নয়। আরও গভির গবেষণায় এর জটিলতা প্রকাশ পেয়েছে। মানুষের একটি ডিএনএ কোটি কোটি কোড সম্বলিত হয়, আমাদের চুলের রঙ থেকে শুরু করে নখ পর্যন্ত সকল তথ্য এই কোড এ থাকে. আঙ্গুলের আগার একটি ডিএনএ এর কোড ছাপালে লক্ষ পৃষ্ঠার হাজার কপি বই হবে। আর আঙ্গুলের আগার একটি ডিএনএ দিয়ে যে কারো সকল তথ্য জানা সম্ভব।
এ কথা তাহলে খুবই স্পষ্ট যে আল্লাহর কাছে আমাদের পুনরুত্থান কোন ব্যাপার এ না। কোরআন এ সকল বিজ্ঞানের সমাধান আছে যা আমরা জানি না।
No comments

Followers

PaidVerts