+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Friday, May 25

কম্পিউটার নিরাপদ রাখার উপায়...................☺☺


সাইবার অপরাধ, হ্যাকার, ভাইরাস এসবের কারণে প্রায়ই ঝামেলা পোহাতে হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীদের। বিশ্বের কম্পিউটার ব্যবহারকারীদের একটি বড় অংশ এখন সমস্যা গুলো নিয়ে বিরক্ত। অনেক ব্যবহারকারীরই অজানা, ঠিক কীভাবে নিরাপদে রাখা যাবে কম্পিউটারটি। নিরাপদে কম্পিউটার ব্যবহারের জন্য রয়েছে বেশ কিছু উপায়। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক সাইট টেকনিউজ ডেইলি এক প্রতিবেদনে নিরাপদে কম্পিউটার ব্যবহারের বিশেষ কিছু উপায় জানিয়েছে।


ব্যবহার করুন অ্যান্টিভাইরাসঃ

কম্পিউটার নিরাপত্তার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয় অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ব্যবহার। যদি আপনার কম্পিউটারে সফটওয়্যারটি কার্যকর থাকে, তাহলে বলা যায় কম্পিউটারের নিরাপত্তা প্রশ্নে এক ধাপ এগিয়ে আছেন আপনি। তবে অবশ্যই উচিত হবে উন্নতমানের অ্যান্টিভাইরাস ব্যবহার করা। কারণ প্রতিদিনই তৈরি হচ্ছে নিত্যনতুন ভাইরাস। উন্নতমানের অ্যান্টিভাইরাস সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে নিজস্ব ডেটাবেস থেকে নতুন ভাইরাসের খোঁজ নেওয়া এবং সেগুলো থেকে আপনার কম্পিউটারকে রক্ষা করা। আর তাই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপডেট চাইলে অবশ্যই ‘ইয়েস’ চেকবক্সে টিক দিতে ভুলবেন না।

ভিন্ন সাইটে ব্যবহার করুন আলাদা পাসওয়ার্ডঃ
বিশেষজ্ঞদের মতে, পাসওয়ার্ডের আকৃতি নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহারেই বাড়ে নিরাপত্তা ঝুঁকি। এ জন্য তারা পরামর্শ দেন, প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা পাসওয়ার্ড ব্যবহারের। একই পাসওয়ার্ড একাধিক স্থানে ব্যবহার করলে হ্যাকার সহজেই হ্যাক করতে পারে। যদি আপনিও সব ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে এখনই তা কম্পিউটারের নিরাপত্তার জন্য বদলে ফেলুন।

অদৃশ্য রাখুন ব্যক্তিগত ওয়াই ফাই নেটওয়ার্কঃ
স্ক্যানার কিংবা ল্যাপটপের সাহায্যে সহজেই খুঁজে পাওয়া যায় আপনার বাসার ওয়াই-ফাই নেটওয়ার্ক। অনেকেই পাসওয়ার্ড ব্যবহার করে তাতে অনাকাক্সিক্ষত অনুপ্রবেশ বন্ধ করে। তবে এর মাধ্যমে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয় না নেটওয়ার্কের। এ জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ব্যক্তিগত ওয়াই-ফাই নেটওয়ার্ক অদৃশ্য করে রাখার। ফলে নিশ্চিত হবে ওয়াই ফাই নেটওয়ার্কটির পূর্ণ নিরাপত্তা।

নিরাপদ চিহ্নের ওয়েবসাইটে প্রবেশ করুনঃ
ইন্টারনেটের এ যুগে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অসংখ্য ওয়েবসাইট। সব সাইট নিরাপদ নাও হতে পারে। সাইটগুলোতে প্রবেশের সঙ্গে সঙ্গেই হ্যাক করা হতে পারে আপনার মূল্যবান আইডি ও পাসওয়ার্ড। বিশেষজ্ঞরা জানান, বেশকিছু চিহ্ন রয়েছে নিরাপদ সাইট চেনার। নিরাপত্তা অবলম্বন করতে ব্যবহারকারীর উচিত এ চিহ্নগুলো জেনে রাখা। এ রকম একটি চিহ্ন হচ্ছে ‘এইচটিটিপিএস’, যা সাইটটি নিরাপদ বলে নিশ্চয়তা দেয়। ব্যবহারকারীরা এ রকম সাইটে প্রবেশ করলে নিরাপদে থাকবে তার কম্পিউটার।

আপডেট রাখুন জাভাঃ
বেশ কিছুদিন আগেই জাভা সফটওয়্যারটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জাভার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে কম্পিউটারের। আর তাই আপডেটেড জাভা ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা। তাদের মতে, আপডেটেড ভার্সন ব্যবহার করতে না পারলে জাভার ব্যবহার বন্ধ করাই শ্রেয়।


চালু রাখুন অটোমেটিক উইন্ডোজ আপডেটঃ

মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো সবসময়ই গ্রাহকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চায়। কিন্তু ব্যবহারকারী যদি অটোমেটিক আপডেট বন্ধ রাখেন, তাহলে মাইক্রোসফটের নিরাপত্তা ব্যবস্থা কাজ করতে পারে না। এ জন্য অটোমেটিক উইন্ডোজ ইনস্টল আপডেট কম্পিউটারের নিরাপত্তার জন্য চালু রাখা খুবই জরুরি। ব্যবহারকারীরা ‘কন্ট্রোল প্যানেল’ থেকে ‘উইন্ডোজ আপডেট’ এ গিয়ে চালু করতে পারবেন এ নিরাপত্তা ব্যবস্থা।

ইনস্টল করুন ফায়ারওয়ালঃ
অধিকাংশ অপারেটিং সিস্টেমের সঙ্গেই দেওয়া থাকে ফায়ারওয়াল। ফায়ারওয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, কোনো কম্পিউটারের অনুপ্রবেশকারী সম্পর্কে এটি জানিয়ে দেয়। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে ফায়ারওয়ালের অবস্থান। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমটিতে ফায়ারওয়াল পাওয়া যাবে কন্ট্রোল প্যানেলে। ফায়ারওয়াল চালু করে সহজেই কম্পিউটার নিরাপদে রাখতে পারবেন ব্যবহারকারী।

দূরে থাকুন পপ আপ বিজ্ঞাপন ও অনাকাক্সিক্ষত মেইল অ্যাটাচমেন্ট থেকেঃ
ইন্টারনেট ব্রাউজের সময় আসা পপ-আপ বিজ্ঞাপন কিংবা ইমেইলে আসা অনাকাক্সিক্ষত অ্যাটাচমেন্টে থাকতে পারে বিভিন্ন ক্ষতিকর ম্যালওয়্যার। এসব ম্যালওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে ক্ষতি করতে পারে

No comments

Thursday, May 24

পৃথিবীর বৃহত্তম লাভা..........!


ফ্রিকার পাহাড়ি অঞ্চলের ঠিক কেন্দ্র বিন্দুতে রয়েছে একটি খাদ, যার নাম Nyiragongo হ্রদ। Nyiragongo বিশেষ একটি যায়গা, কারণ এটি একটি ফুটন্ত লাভার হ্রদ। শুধু তাই নয়, এটি পৃথিবীর বৃহত্তম লাভা হ্রদ। ২০১০ সালের জুনে বিজ্ঞানীদের একটি দল এই হ্রদটিতে গিয়েছিলো কিছু বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে। সেই সময়ে বিজ্ঞানীদের তোলা কিছু ছবি এখানে দেখুন।
আজ এই পর্যন্তই, 
No comments

তৈরি করুন একটি গুগল সার্চ ইঞ্জিন পেজ..........


মরা ইন্টারনেটে প্রতিনিয়ত যে কোন কিছু সার্চ করার জন্য কোন না কোন সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়ে থাকি। এদের মধ্যে গুগল, ইয়াহু, বিং অন্যতম। তবে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন নিঃসন্দেহে গুগল। কেমন হয় যদি এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের পেজে গুগলের নাম এর জায়গায় আপনার নাম থাকে! তাহলে নিশ্চয় খুব মজার হয়? তাই আজ আপনাদের শেখাবো কিভাবে নিজের নাম দিয়ে গুগলের মতো পেজ তৈরি করবেন তাও আবার কয়েক সেকেন্ডের মধ্যেই। এজন্য যা করতে হবে-


১। এজন্য প্রথমে এই লিঙ্কে যান।
২। এবার Enter your name বক্সে আপনার নাম লিখে দিন।
৩।এবার Select a logo style অংশ হতে যে কোন একটি স্টাইল সিলেক্ট করলেই আপনি পেয়ে যাবেন আপনার নাম সম্বলিত গুগল পেজ।
৪। এবার ব্রাউজারের এড্রেস বার হতে লিঙ্কটি কপি করে পৌঁছে দিন আপনার বন্ধুর কাছে। আপনার বন্ধু নিঃসন্দেহে চমকাবেই।
No comments

Saturday, May 19

অনলাইনে কনভার্ট করুন যে কোন কিছু

 জ আপনাদের জন্য নিয়ে এসেছি কাজের একটি ওয়েব সাইট। যার কাজ কি হতে পারে তা আপনি এই পোস্টের শিরোনাম দেখেই হয়ত বুঝে গেছেন। হ্যাঁ, আজ আপনাদেরকে এমন একটি ওয়েব সাইটের খোঁজ দেব যার মাধ্যমে আপনি কোন সফটওয়্যার ছাড়াই অনলাইনে যে কোন অডিও,ভিডিও , ই-বুক , ইমেজ, বিভিন্ন ডকুমেন্ট যে কোন ফরমেটে কনভার্ট করতে পারবেন।
এজন্য আপনাকে যেতে হবে

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
এই লিঙ্কে.....
No comments

Friday, May 18

বিনোদনমূলক “404 Not Found” এরর পেইজ


“404 Not Found” শব্দ কয়েকটির সাথে অনলাইন নাগরিকরা কম বেশি সকলেই পরিচিত। অল্প এই কয়েকটি শব্দ মাঝেমধ্যে নেটিজেনদের বিরক্তি ধরিয়ে দেয়। মূলত এটি বোঝায় কোন ওয়েবসাইটে সার্চকৃত বিষয়বস্তুর অনুপস্থিতি। অথবা এমনও হতে পারে পূর্বে কোন পৃষ্ঠা ছিল কিন্তু বর্তমানে নেই। অনেক ওয়েব ডিজাইনার আবার এই বিরক্তিকেই ভিজিটরদের বিনোদনের বস্তুতে রূপান্তরিত করার চেষ্টা করেছেন।
অনেকে চিরচেনা ইরর ম্যাসেজ পরিহার করে “404 Not Found” কে দিয়েছে নতুন এক মাত্রা। এই পোস্টে কয়েকটি বিনোদনমূলক ইরর পেজের নমুনা তুলে ধরবে। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তবে নমুনাগুলো থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন।
abduzeedo
apartmenthomeliving
astuteo
blippy
blog-factorstudio-com_
blog-suredev-com_
bluedaniel
chrisjennings
No comments

Followers

PaidVerts