“404 Not Found” শব্দ কয়েকটির সাথে অনলাইন নাগরিকরা কম বেশি সকলেই পরিচিত। অল্প এই কয়েকটি শব্দ মাঝেমধ্যে নেটিজেনদের বিরক্তি ধরিয়ে দেয়। মূলত এটি বোঝায় কোন ওয়েবসাইটে সার্চকৃত বিষয়বস্তুর অনুপস্থিতি। অথবা এমনও হতে পারে পূর্বে কোন পৃষ্ঠা ছিল কিন্তু বর্তমানে নেই। অনেক ওয়েব ডিজাইনার আবার এই বিরক্তিকেই ভিজিটরদের বিনোদনের বস্তুতে রূপান্তরিত করার চেষ্টা করেছেন।
অনেকে চিরচেনা ইরর ম্যাসেজ পরিহার করে “404 Not Found” কে দিয়েছে নতুন এক মাত্রা। এই পোস্টে কয়েকটি বিনোদনমূলক ইরর পেজের নমুনা তুলে ধরবে। আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন তবে নমুনাগুলো থেকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারেন।
0 comments:
Post a Comment