+971(0) 5271 300 12 info@firozbdweb

Click signup and earn money ! انقر الاشتراك وكسب المال

Wednesday, November 21

কিছু প্রয়োজনীয় কিন্তু অজানা তথ্য জেনে রাখা উচিত..........

05:22

Share it Please

১.    ডায়রিয়া রোগীর সন্তোষজনক পুনরুদন-এর নৈর্ব্যক্তিক প্রথম লক্ষণ কী?
উত্তরঃ  প্রস্রাব হওয়া।

২.    ORS-এ সোডিয়াম বাই কার্বনেটের পরিমাণ কত?
উত্তরঃ  ৩.৫ মিলিগ্রাম

৩.    গরুর দুধের তুলনায় বুকের দুধে কার্বোহাইড্রেটের পরিমাণ-
উত্তরঃ  অতিমাত্রায় কম

৪.    মুখে Iron সেবন করলে তা সম্পূর্ণ শোধিত কিসে?
উত্তরঃ  Jegunum-

৫.    শারীরিক বৃদ্ধি (Growth) এবং উন্নয়নের (Development) ক্ষেত্রে যে কথা প্রযোজ্য?
উত্তরঃ  ‘বৃদ্ধি’ এবং ‘উন্নয়ন’ দুটোই প্রায় পাশাপাশি চলতে থাকে।

৬.    অধুনা সরকারিভাবে বিতরণকৃত উচ্চক্ষমতাসম্পন্ন Vitamin-A তে যা আছে-
উত্তরঃ  ৬ ফোঁটা তৈলাক্ত দ্রবণ (oily solution)

৭.    স্বাস্থ্যবান শিশুদের হিমোগ্লোবিনের ন্যূনতম মাত্রা কত?
উত্তরঃ  11mg/dl

৮.    একজন গর্ভবতী ও স্তন্যদানকারিনি মাতার জন্য Vit-C-এর দৈনিক বরাদ্দ কত?
উত্তরঃ  ৫০ মিলিগ্রাম

৯.    মানুষের শরীরে বেশির ভাগ ফসফেট (Phosphate) রয়েছে-
উত্তরঃ  হাড়ে

১০.    একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শারীরিক লৌহের মোট পরিমাণ প্রায়-
উত্তরঃ  ৪ গ্রাম

১১.    রাতকানা রোগ বোঝানোর প্রতীক হলো-
উত্তরঃ   xN

১২.    Lathyrism রোগে অসাড়তা দেখা যায়-
উত্তরঃ  প্রত্যঙ্গের পেশিতে


১৩.   Vit-D সম্বন্ধে যে কথাটি সত্য নয়-
উত্তরঃ  বর্তমানে এই ভিটামিনের অভাব সচরাচর দেখা যায় না।

১৪.    জন্মের ৬ ঘণ্টার মধ্যে নবজাতকের জন্ডিস দেখা দিলে তা অধিকাংশ ক্ষেত্রেই-
উত্তরঃ  Physiological কারণে হয়

১৫.    বাংলাদেশে বর্তমানে মায়ের মৃত্যুর হার প্রায়-
উত্তরঃ  ৬০/১০,০০০ জীবিত জন্ম

১৬.    যে ওষুধ ব্যবহার করে জরায়ুর সংকোচন বন্ধ করা যায়-
উত্তরঃ  Salbutamol

১৭.    স্বাভাবিক প্রসবের প্রথম স্তর (First stage of labour)-
উত্তরঃ  Oxytocin ব্যবহার করে সংক্ষিপ্ত করা যায়।

১৮.    গর্ভবতী মহিলার অতি প্রয়োজনীয় দুটি পরীক্ষা হলো-
উত্তরঃ   হিমোগ্লোবিনের মাত্রা নির্ণয় এবং প্রস্রাবে অ্যালবুমিন এবং শর্করার পরিমাণ নির্ণয়।

১৯.    ১ বছর বয়সে স্বাস্থ্যবান শিশুর মধ্য বাহুর পরিধি হবে প্রায়-
উত্তরঃ  ১৬ সেন্টিমিটার।
২০.    বিলিংস মেথড (Billings method)-
উত্তরঃ  প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
২১.    IUCD এর অকার্যকারিতা (Failure Rate) হার হলো-
উত্তরঃ  ৪/১০০ Woman Years-এর কাছাকাছি
২২.    কোনো মহিলার Thromboembolic Disorder-এর পূর্ব ইতিহাস থাকলে তার জন্য-
উত্তরঃ  খাবার বড়ি ভবিষ্যতের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
২৩.    বন্ধ্যাকরণের সাধারণত যে পদ্ধতি ব্যবহৃত হয় তার নাম হলো-
উত্তরঃ  Pomeroy technique
২৪.    স্বল্পমাত্রার জন্মনিয়ন্ত্রণ বড়িতে সাধারণত Oestrogen-এর পরিমাণ থাকে?
উত্তরঃ  ৩৫mcg
২৫.    IUD-তে তামার তার জড়ানোর কারণ কী?
উত্তরঃ  Cytotoxic ক্ষমতার জন্য
২৬.    বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি?
উত্তরঃ  খাবার বড়ি
২৭.    মায়া বড়িতে আছে-
উত্তরঃ  0.05 mg mestranol
২৮.    সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ  মালদ্বীপ।
২৯.    ‘সংশয়’ শব্দের বিপরীত শব্দ হলো-
উত্তরঃ  প্রত্যয়।
৩০.    Shortly শব্দের ক্রিয়াপদ কী?
উত্তরঃ  Shorten.
৩১.    Windfale-এর অর্থ কী?
উত্তরঃ  অপ্রত্যাশিতভাবে পাওয়া সুফল।
৩২.    Aspirin কোন ওষুধটির কার্যকারিতা বৃদ্ধি করে?
উত্তরঃ  Probenceid
৩৩.    ভাইরাসজনিত ব্যাধি হলো-
উত্তরঃ  র‌্যাবিশ
৩৪.    বাংলাদেশে Infant mortality rate কত?
উত্তরঃ  ৭৬.৮
৩৫.    টাইফয়েড জ্বরের প্রথম সপ্তাহের লক্ষণ হলো-
উত্তরঃ  মাথাব্যথা
৩৬.    কত ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ দেয়?
উত্তরঃ  -৪০
৩৭.    ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
উত্তরঃ   ক্লোরোফ্লোরো কার্বন
৩৮.    রংধনুর সাতটি রঙের মাঝের রঙ কোনটি?
উত্তরঃ  সবুজ
৩৯.    বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের দ্বিগুণ হবে?
উত্তরঃ  ১০ বছর।
৪০.    চোখের সাথে মিল আছে কোনটির?
উত্তরঃ  ক্যামেরা।
৪১.    বর্ষকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
উত্তরঃ  বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলে।
৪২.    চলন্ত রেলগাড়িতে দাঁড়িয়ে হাত দিয়ে একটি বল ঠিক ওপরে ছুড়ে দিলে তার অবস্থা কী হবে?
উত্তরঃ  পুনরায় হাতে ফিরে আসবে
৪৩.    দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তরঃ  ল্যাকটোমিটার।
৪৪.    উড়োজাহাজ প্রথম উড়ান কে?
উত্তরঃ  রাইট ভ্রাতৃদ্বয়।
৪৫.    ফারেনহাইট তাপমান যন্ত্রে পানির স্ফুটনাংক কত?
উত্তরঃ  ২১২
৪৬.    Hypertrophy বলতে কী বোঝায়?
উত্তরঃ  কোষের আয়তন বৃদ্ধি হওয়া।
৪৭.    প্রাচীন ‘শ্যামদেশ’ কোনটি?
উত্তরঃ  থাইল্যান্ড
৪৮.    কবি ফেরদৌসীর জন্মস্থান কোথায়?
উত্তরঃ   ইরান।
৪৯.    ভারতের কোন প্রদেশ নিরক্ষরতামুক্ত বলে ঘোষিত হয়েছে?
উত্তরঃ  কেরালা।
৫০.    বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
উত্তরঃ   শ্রীমঙ্গলে।

0 comments:

Post a Comment

Followers

PaidVerts