কিছুই করা লাগবে না আপনার। যা করার আপনার পিসি করবে।
একটা মাত্র সফটওয়্যার লাগবে আপনার, আর কিছুই না। থেকে নোকিয়া সফটওয়্যার আপডেটার
নামের এই সফটওয়্যারটে নামিয়ে নিন।
সফটওয়্যার টা চালু করুন। মোবাইল টা লাগান পিসিতে ডাটা কেবল দিয়ে। নেক্সট, কন্টিনিউ কিংবা হাবিজাবি কিছু আসলে দিয়ে দিন। সে নিজে থেকেই মোবাইলের জন্য লেটেস্ট অপারেটিং সিস্টেম খুজে করবে। এবার ওকে করুন কিংবা কিছু আসলে দিয়ে দিন।
এবার পিসির কাজ ও শেষ কাজ করবে শুধু মডেম। নেট থেকে পুরো সফটওয়্যার এর একদম নতুন আপডেট নামাবে (যা কিনা এখন বাজারের কোন মোবাইলেও নেই) কিছুটা সময় লাগবে। কারন এইটা অনেক বড়। মোবাইল খুলবেন না ভুলেও। ডেড খাইতে পারে। আবার দিবেন। হয়ে যাবে।
অনেক খানি সময় লাগবে এর জন্য। আমার নোকিয়া ই ৫১ মোবাইলের জন্য নেমেছিল মাত্র ! ৭৮ মেগা, টাচ সেট এর জন্য হয়তোবা ১৫০ পার হতে পারে। এর পর আর শুধু একাই সে মোবাইলে সফটওয়্যার সেট আপ করবে। বার বার মোবাইল রিস্টারট মারবে। ভয় পাবেন না। আর, সম্পূর্ণ হয়ে গেলে মোবাইল খুলে ফেলুন। পিসিতে আরো কিছু করতে চাইলে করতে দিবেন না,
0 comments:
Post a Comment